ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

6 hours ago 5

ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে স্প্রিং-২০২১ ব্যাচের শিক্ষার্থীদের জন্য একটি অনাড়ম্বর বিদায় অনুষ্ঠান শেষ হয়েছে। গত ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল এক বিশেষ পরিবেশনার সমাহার, যার মধ্যে ছিল ছাত্রদের ব্যান্ডের পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’র বিশেষ কনসার্ট। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সহিদ আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা। অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর ছিলেন পরিচালক (এডমিশন) নাজলা ফাতমি এবং উপ-পরিচালক (ওএসএ) মনিরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিদায়ী শিক্ষার্থীদের বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যান্ড মঞ্চে উঠে দর্শকদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘হাইওয়ে’ ব্যান্ডের পরিবেশনা, যাদের সঙ্গীত পরিবেশনায় পুরো দর্শকরা উদ্বেলিত হয়ে ওঠেন, যা অনুষ্ঠানটির স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।

উপাচার্য প্রফেসর ড. সহিদ আখতার হোসেন বিদায়ী ছাত্রদের সফলতা কামনা করে এক আবেগপূর্ণ ভাষণ দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। তিনি তাদের বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত অবদানের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানের পরিবেশ ছিল আনন্দঘন ও স্মৃতিকাতরতার মিশ্রণ। যেখানে ছাত্র, শিক্ষক এবং অতিথিরা একসঙ্গে বিদায়ী ছাত্রদের একাডেমিক যাত্রার সমাপ্তি উদযাপন করেন। পরিবেশনা এবং বক্তৃতাগুলি ছাত্রদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা ইস্টার্ন ইউনিভার্সিটিতে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Read Entire Article