ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি কবির সম্পাদক শওকত

3 months ago 41

ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. শওকত আলী।

গত বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন ভোট গণনা শেষে বিশেষ সাধারণ সভায় ফলাফল ঘোষণা করা হয়।

ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমবায় সমিতির নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মাহবুব আলী (শামীম), যুগ্ম-সম্পাদক মো. তাজুল ইসলাম ও কোষাধ্যক্ষ আনোয়ার কবির।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, এনামুল হুদা, কাজী মঈনুল হোসেন (বিপ্লব), মো. সাইদুজ্জামান, হাবিবুর রহমান খোকন ও মো. হারুনুর রশিদ হাওলাদার।

ফলাফল ঘোষণাপত্রে সই করেন- ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমিতির নির্বাচন কমিটির সদস্য ও ঢাকা জেলা সমবায় কার্যালয়ের তাঁত তত্ত্বাবধায়ক মো. ফারুক সরকার, নির্বাচন কমিটির সদস্য ও ঢাকা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মুন্সী আব্দুল কাইয়ুম এবং নির্বাচন কমিটির সদস্য ও ঢাকা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. শাহজাহান আলী।

বিএ/এমএস

Read Entire Article