‘ইহুদিবাদের সমাপ্তি ও ইসরাইলের পতন’ শীর্ষক বই প্রকাশ

1 month ago 25

মালয়েশিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে সম্প্রতি ‘ইহুদিবাদের সমাপ্তি ও ইসরাইলের পতন’ শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে। বইটি সংকলন করেছেন মালয়েশিয়ার ফাউন্ডেশন অন ইসলামিক অর্গানাইজেশনস কনসালটেটিভ কাউন্সিলের (মাপিম) চেয়ারম্যান আজমি আব্দুল হামিদ।

অভ্যন্তরীণভাবে ইহুদিবাদী ইসরাইলের ধসে পড়ার সম্ভাব্য কারণ নিয়ে বিশ্বের প্রখ্যাত চিন্তাবিদরা যেসব নিবন্ধ রচনা করেছেন বইটি মূলত সেসব নিবন্ধের সংকলন। পার্সটুডে ফার্সির প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্র এবং মালয়েশিয়ার ফাউন্ডেশন অন ইসলামিক অর্গানাইজেশনস কনসালটেটিভ কাউন্সিলের (মাপিম) যৌথভাবে বইটি প্রকাশ করেছে।

ইহুদিবাদের সমাপ্তি ও ইসরায়েলের পতন শীর্ষক বইটিতে ২০টি অধ্যায় রয়েছে এবং অর্থনৈতিক কারণের পাশাপাশি সামাজিক প্রতিপত্তি ও আন্তর্জাতিক মর্যাদার দিক থেকে কীভাবে ইহুদিবাদী শাসনের পতন ঘটবে বইটিতে তা তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিশ্বের বেশিরভাগ অংশে ইসরাইল ও ইহুদিবাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছে সেসব বিষয়ে বইটিতে আলোচনা করা হয়েছে।

‘ইহুদিবাদের সমাপ্তি ও ইসরাইলের পতন’ শীর্ষক বই প্রকাশ

বইটির প্রথম অধ্যায়টি কেবল মালয়েশিয়ার ভাষায় (বাহাসা মালয়ু) রচিত এবং বাকি সবগুলো অধ্যায় ইংরেজিতে লেখা হয়েছে। সম্প্রতি বইটি মালয়েশিয়ার বাজারে ছাড়া হয়েছে এবং প্রকাশের পরপরই বইটি হটকেকের মতো বিক্রি হচ্ছে।

আজমি আব্দুল হামিদ তেহরানে হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের ৪০তম দিনের অনুষ্ঠানে যোগ দেন এবং এই বইটির দুটি কপি ইরানের সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনামন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহি এবং ইরানের ইসলামিক সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার প্রধান মোহাম্মদ মাহদি ইমানিপুরকে উপহার দেন।

এমআরএম/জিকেএস

Read Entire Article