ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

11 hours ago 5

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান পলাশকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান পলাশকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে মশিউর রহমান পলাশের ইয়াবা সেবনের ৪ মিনিট ২ সেকেন্ড এর একটি ভিডিও ভাইরাল হয়

আব্দুস সালাম আরিফ/এমএন/এমএস

Read Entire Article