ইয়ামালের সঙ্গে ৬ বছরের চুক্তি করতে যাচ্ছে বার্সা

3 months ago 8

লামিন ইয়ামালের সঙ্গে ৬ বছরের চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। আনুষ্ঠানিকভাবে সেটি বাস্তবায়িত হলে ২০৩১ সাল পর্যন্ত কাতালনেই থাকবেন এই স্প্যানিশ তারকা।

গতকাল সোমবার বার্সার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে এক বৈঠক হয়েছে ইয়ামালের এজেন্ট জর্জে মেন্ডেসের। যা অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’ এর সূত্র।

২০২৩ সালে ইয়ামালের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছিল বার্সা। তখন ইয়ামালের বয়স ১৮ বছরের নিচে থাকায় স্পেনের আইন অনুযায়ী এর চেয়ে দীর্ঘ মেয়াদি চুক্তি করা সম্ভব হয়নি।

সে হিসেবে ১৭ বছর বয়সী ইয়ামালের সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। তবে গত কয়েক মাস ধরেই চুক্তির শর্ত নবায়ন ও উন্নত করার লক্ষ্যে কাজ করে আসছে ক্লাব। ঘনিষ্ঠ সূত্র ইএসপিএনকে জানিয়েছে, নতুন চুক্তির বিষয়ে অনেকগুলো প্রস্তাবে দুই পক্ষই একমত হওয়ার পথে।

আগামী ১৩ জুলাই ১৮ বছরে পা রাখতে যাওয়া ইয়ামাল এর আগেও একাধিকবার প্রকাশ্যে বলেছেন, তিনি বার্সাতেই থাকতে চান। ইতোমধ্যেই ক্যারিয়ারের প্রথম ক্লাবটির হয়ে ১০০টিরও বেশি ম্যাচ খেলে ফেলেছেন ইয়ামাল।

নতুন চুক্তিতে বার্সাতে বেতনও বাড়বে ইয়ামালের। সূত্র জানিয়েছে, বেতন বৃদ্ধির পাশাপাশি একাধিক ব্যক্তিগত ইনসেনটিভ ও বোনাস পাব্নে তিনি।

ব্যালন ডি’অর জিতলেই ইয়ামালকে দেওয়া হবে বড় অংকের বোনাস। স্প্যানিশ তারকা সেই পুরস্কার অর্জনের সম্ভাবনাও তৈরি করেছেন। যে কারণে ফুটবলের সবচেয়ে মর্যাদাসম্পন্ন ব্যক্তিগত পুরস্কারের সম্ভাব্য বিজয়ী হিসেবে বিবেচনা করা হচ্ছে ইয়ামালকে।

বার্সার জার্সিতে চলতি মৌসুমও দারুণ কেটেছে এই উইঙ্গারের। ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও বড় অবদান রেখেছেন। এর মধ্যে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগা নির্ধারণী এল ক্লাসিকোতে ইয়ামালের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বার্সার ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপারকোপা) জয়েও বড় ভূমিকা রেখেছেন তিনি।

২০১৪ সালে মাত্র ৭ বছর বয়সে বার্সার ইয়ুথ দলে যোগ দেন ইয়ামাল। দ্রুতই একাডেমির বিভিন্ন ধাপ পেরিয়ে মাত্র ১৫ বছর বয়সে কোচ জাভি হার্নান্দেজের অধীনে মূল দলে অভিষেক হয় তার।

শুধু ক্লাবেই নয়, স্পেনের জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইয়ামাল। গত গ্রীষ্মে ইউরোজয়ী স্পেন দলের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি।

ইতোমধ্যেই তরুণ খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় কিছু পুরস্কার জিতেছেন ইয়ামাল। এর মধ্যে কোপা ট্রফি, গোল্ডেন বয় অ্যাওয়ার্ড এবং ২০২৫ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে ‘ব্রেকথ্রু অফ দ্য ইয়ার’ অন্যতম।

এমএইচ/এএসএম

Read Entire Article