ইয়ামাহার ‘রেভ অন দ্য গো’ ক্যাম্পেইন শুরু

2 months ago 8

প্রতি বছরের মতো এবারের ঈদুল আজহা উপলক্ষে বাইকারদের ঈদযাত্রাকে আরও নিরাপদ ও নির্বিঘ্ন করতে ‘রেভ অন দ্য গো’ ক্যাম্পেইন শুরু করেছে ইয়ামাহা বাংলাদেশ।

এই ক্যাম্পেইনের আওতায় দেশের গুরুত্বপূর্ণ সাতটি হাইওয়ে লোকেশনে বাইকারদের জন্য থাকছে সার্ভিস সাপোর্ট, বিশ্রামের জায়গা এবং নানা সুবিধা। লোকেশনগুলো হলো : চট্টগ্রাম-কুমিল্লা হাইওয়ে, কালিয়াকৈর, সিরাজগঞ্জ, মাওনা, নরসিংদী, ফরিদপুর ও শিবচর (মাদারীপুর)।

এ ক্যাম্পেইনে থাকছে, ইয়ামাহাসহ সকল ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য সার্ভিস সাপোর্ট, ফ্রি হেলমেট ক্লিনিং সুবিধা, যাত্রাপথে বিশ্রাম ও রিফ্রেশমেন্ট (স্ন্যাকস ও এনার্জি ড্রিঙ্কস) এবং পার্টস ও লুব্রিকেন্টে ১০শতাংশ ছাড়।

ইয়ামাহা বাংলাদেশ জানিয়েছে, বাইকারদের ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সার্ভিস পয়েন্টগুলোতে দক্ষ টেকনিশিয়ান, প্রয়োজনীয় যন্ত্রাংশ ও পর্যাপ্ত পার্টস-লুব্রিকেন্ট প্রস্তুত রাখা হয়েছে। এই উদ্যোগ শুধু ইয়ামাহা বাইকারদের জন্য নয়, সব ব্র্যান্ডের বাইকাররাই এখান থেকে এই সেবাগুলো নিয়ে উপকৃত হতে পারবেন।

বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইয়ামাহা দীর্ঘদিন ধরেই নিরাপদ বাইকিং ও ভ্রমণ সহায়ক উদ্যোগ নিয়ে কাজ করে আসছে। ‘রেভ অন দ্য গো’ ক্যাম্পেইন তারই একটি ধারাবাহিক অংশ।

Read Entire Article