ইয়েমেনের উপকূলের কাছে অ্যাডেন উপসাগরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী।
শনিবারের (১৮ অক্টবর) এই ঘটনাটি ঘটেছে এমন সময়, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরপথে জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে—ইসরায়েলের গাজায় পরিচালিত যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে।
হুথি গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি, যদিও সাধারণত তারা ঘটনার কয়েক ঘণ্টা বা এমনকি কয়েক দিন পর দাবি জানায়।
ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স কেন্দ্র এক সতর্কবার্তায় জানিয়েছে, ঘটনাটি অ্যাডেন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে ঘটেছে।
তারা এক বিবৃতিতে জানায়, একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে আগুন লেগেছে। ঘটনাটি তদন্তাধীন।
সমুদ্র নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, জাহাজটি ক্যামেরুনের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার, যা ওমানের সোহার থেকে জিবুতির পথে যাচ্ছিল। ইয়েমেনের আহওয়ার উপকূল থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানকালে এটি জরুরি সহায়তার বার্তা পাঠায়।
রেডিও বার্তায় জানা যায়, নাবিকরা জাহাজটি ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
অ্যামব্রে আরও জানিয়েছে, জাহাজটি হুথি বিদ্রোহীদের সাধারণ লক্ষ্যবস্তু তালিকায় থাকা জাহাজগুলোর অন্তর্ভুক্ত নয়।
২০২৩ সাল থেকে ইরান-সমর্থিত এই হুথি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল বা তার মিত্রদের সঙ্গে যুক্ত বলে মনে করা জাহাজগুলোতে বারবার হামলা চালিয়ে আসছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম