ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ

3 months ago 9

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই হামলার পর ইসরায়েলের প্রধান বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। খবর আল জাজিরার।

তবে ওই বিমানবন্দরে বিমান চলাচল কতদিন পর্যন্ত স্থগিত রাখা হবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

এর আগে চলতি মাসের শুরুতে, ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একই বিমানবন্দরের পরিধিতে আঘাত হানে। এর ফলে একটি রাস্তা এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘন্টার পর ঘন্টা বিমান চলাচল বন্ধ রাখা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করেছে। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রজেক্টাইল উৎক্ষেপণের পর মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন সক্রিয় করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করা হয়েছে কিন্তু তা ব্যর্থ হয়েছে।

গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা।

টিটিএন

Read Entire Article