ইয়েমেনে জাতিসংঘের ৭ কর্মী আটক

1 week ago 15
ইয়েমেনে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে হুতি বিদ্রোহীরা। হুতির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানী সানা থেকে স্থানীয় সাতজন জাতিসংঘ কর্মীকে আটক করা হয়। এটি জাতিসংঘ কর্মীদের বিরুদ্ধে হুতিদের সাম্প্রতিকতম ধরপাকড়ের ঘটনা। এর আগে গত সপ্তাহে জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ২০ কর্মীকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে ১৫ জন ছিলেন বিদেশি। পরবর্তীতে তাদের মুক্তি দেওয়া হয়। হুতিরা দীর্ঘদিন ধরেই জাতিসংঘ ও ত্রাণ সংস্থার কর্মীদের গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করছে, তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এসব ঘটনা বেড়েছে। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানান, বর্তমানে সংস্থাটির ৫৫ কর্মী হুতিদের হেফাজতে আছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে হুতি নিয়ন্ত্রিত এলাকায় আমাদের কার্যক্রম নতুনভাবে বিবেচনা করতে হচ্ছে। হুতি বিরোধী ইয়েমেন সরকার নতুন এই আটকের নিন্দা জানিয়ে একে উত্তেজনা সৃষ্টির পদক্ষেপ বলে অভিহিত করেছে। ইরান-সমর্থিত হুতিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী ‘প্রতিরোধ জোট’-এর অংশ। গাজা যুদ্ধের পর থেকে তারা লোহিত সাগর ও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে, যা তারা ফিলিস্তিনের প্রতি সংহতি হিসেবে দাবি করছে। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। আগস্টে এক বড় হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য নিহত হন। জাতিসংঘ গত সেপ্টেম্বরে সানা থেকে তাদের মানবিক কার্যক্রম সরিয়ে অন্তর্বর্তী রাজধানী এডেনে স্থানান্তর করেছে।
Read Entire Article