বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানানো চরমোনাইয়ের প্রার্থীর পোস্ট ভাইরাল

2 hours ago 6
আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী) আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডেমরা থানা বিএনপির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নবী উল্লাহ নবীর মনোনয়ন নিশ্চিত হওয়ার পর একই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কার জনপ্রিয় প্রার্থী মো. ইব্রাহিম খলিল অভিনন্দ ও শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে মো.ই ব্রাহিম খলিল তার নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে এ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫  (ডেমরা-যাত্রাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী ভাই কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নবী ভাই ঢাকা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সাবেক মেয়র এবং কাউন্সিলর ছিলেন তিনি একজন দক্ষ, নির্ভিক্ষ, জনবান্ধব প্রবীণ রাজনীতিবীদ হিসেবে অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা জানাই এবং প্রত্যাশা করি আমাদের মাঝে মতপার্থক্য থাকা সত্বেও আমরা মিলে মিশে ঢাকা-৫-কে বসবাসযোগ্য আধুনিক নগরী হিসেবে তুলবো ইনশাল্লাহ। বিএনপির প্রার্থী কে প্রতিদ্বন্দ্বী প্রার্থী  হাতপাখার মো. ইব্রাহিম অভিনন্দন জানিয়ে রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন বলে মনে করছেন এলাকার সচেতন নাগরিক সমাজ। অভিনন্দন জানিয়ে প্রশংসায় ভাসছেন হাতপাখার প্রার্থী মো. ইব্রাহিম খলিল।  
Read Entire Article