ইয়েমেনের বন্দর ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের হামলা, নিহত ৯

2 weeks ago 5

ইয়েমেনের বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যদিও সেটি ভূ-পাতিত করার দাবি করছে তেল-আবিব। ইয়েমেনে হামলার পর হুথি নেতাদেরও সতর্ক করা হয়েছে।

হুথিদের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন ও বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনার পাশাপাশি হোদাইদাহ বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলকে লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পরই এই পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মূলত গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নিয়মিত বিরতিতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে উভয় পক্ষ।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনে হুথিদের স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে সানায় বন্দর ও জ্বালানি অবকাঠামো।

হুতি নেতাদের সতর্ক করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তাদের পর্যন্ত পৌঁছে যাবে।

এদিকে ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭ জনে। আহত হয়েছেন এক লাখ সাত হাজারের বেশি।

সূত্র: এএফপি, আল-জাজিরা

এমএসএম

 

 

Read Entire Article