ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

পূর্ব ইয়েমেনের হাদরামাউত প্রদেশের সাইইউন শহরে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর আরও এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীররাতে (০৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সরকারি বাহিনীর অন্তর্ভুক্ত ‘হোমল্যান্ড শিল্ড’ সেনাদের সঙ্গে এসটিসি সদস্যদের মধ্যে সাইইউনে এ সংঘর্ষ হয়। আহতদের শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এর আগে, একই দিনে প্রদেশটিতে এসটিসির যোদ্ধা ও তাদের অবকাঠামো লক্ষ্য করে সৌদি আরব বিমান হামলা চালায়। এসব হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হন। এসটিসির গোষ্ঠীটির ওয়াদি হাদরামাউত ও হাদরামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুলমালিক জানান, এসটিসির আল-খাসাহ ক্যাম্প লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। তার আগে, সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হাদরামাউতের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে। গত বছরের ডিসেম্বরের শুরুতে এসটিসির যোদ্ধারা অঞ্চলটি দখলে নেয়। তারা ইয়েমেনের একটি অংশ নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছে, যার নাম ‘সাউথ আরাবিয়া’। হাদরামাউত

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত
পূর্ব ইয়েমেনের হাদরামাউত প্রদেশের সাইইউন শহরে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর আরও এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীররাতে (০৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সরকারি বাহিনীর অন্তর্ভুক্ত ‘হোমল্যান্ড শিল্ড’ সেনাদের সঙ্গে এসটিসি সদস্যদের মধ্যে সাইইউনে এ সংঘর্ষ হয়। আহতদের শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এর আগে, একই দিনে প্রদেশটিতে এসটিসির যোদ্ধা ও তাদের অবকাঠামো লক্ষ্য করে সৌদি আরব বিমান হামলা চালায়। এসব হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হন। এসটিসির গোষ্ঠীটির ওয়াদি হাদরামাউত ও হাদরামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুলমালিক জানান, এসটিসির আল-খাসাহ ক্যাম্প লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। তার আগে, সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হাদরামাউতের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে। গত বছরের ডিসেম্বরের শুরুতে এসটিসির যোদ্ধারা অঞ্চলটি দখলে নেয়। তারা ইয়েমেনের একটি অংশ নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছে, যার নাম ‘সাউথ আরাবিয়া’। হাদরামাউত প্রদেশের গভর্নর এর আগে বলেছিলেন, বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে দিয়ে সামরিক অবকাঠামোর নিয়ন্ত্রণ নিতে তারা ‘শান্তিপূর্ণ’ অভিযান পরিচালনা করবেন। তবে এসটিসির এক কর্মকর্তা দাবি করেছেন, শান্তিপূর্ণ অভিযানের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরব বিমান হামলা চালিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow