প্রকৃতি আর জীববৈচিত্র্যের এক অনন্য মিশ্রণ ফয়’স লেক পর্যটন কেন্দ্র যা চট্টগ্রামের শহুরে কোলাহল থেকে দূরে ঈদের দিনটি করে তুলতে পারে অতুলনীয় আনন্দময়। ঈদুল ফিতরের উৎসবমুখর দিনগুলো পরিবার কিংবা বন্ধুরা মিলে প্রকৃতি, স্বচ্ছ লেকের জলরাশি আর পাহাড়ঘেরা পরিবেশে কাটাতে পারেন আনন্দ বিনোদনে।
প্রকৃতির কোলে গড়ে ওঠা অপার সৌন্দর্যের লীলাভূমির মাঝে এই পার্কে রয়েছে অত্যাধুনিক আনন্দময় রাইডস আনন্দে হারিয়ে যাওয়ার মতো ওয়াটার পার্ক, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বেইস ক্যাম্প।
ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক
সব বয়সী মানুষের জন্য রয়েছে নানা আয়োজন ফয়’স লেক কনকর্ডে। পার্কজুড়ে রয়েছে নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য সাথে আধুনিক বিনোদন ব্যবস্থা। বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, ফেরিস হুইলসহ আরো অনেক রাইড রয়েছে জন্য আর শিশু-কিশোরদের জন্য হ্যাপি জাম্প, পনি অ্যাডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন, বাম্পার বোটসের মতো রাইডস যা ছোটদের মন জুড়িয়ে রাখে সারাক্ষণ।
আরও পড়ুন
ঈদ উপলক্ষে বাড়তি দর্শনার্থী আকর্ষণ ও সেবাদানের প্রস্তুতির অংশ হিসেবে ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে নতুন ছয়টি রাইড স্থাপনের কাজ চলছে। নতুন এই রাইডগুলো হচ্ছে; স্কাই হুপার মিডি ড্যান্স, কিডল হুইলস, কিডল টাওয়ার, এয়ারবোন শট ও ফ্লাইং বাস।
সি ওয়ার্ল্ড
ফয়’স লেক এক প্রান্তে গ্রীষ্মের বিশেষ আকর্ষণ হিসেবে আছে সি ওয়ার্ল্ড ওয়াটার পার্ক। কৃত্রিম ঢেউয়ের জোয়ারে ভরপুর এই ওয়াটার পার্কে আছে বিভিন্ন রকমের ওয়াটার রাইডস যেমন ওয়েভ পুল, মাল্টি স্লাইড, ড্যান্সিং জোন ইত্যাদি। অতিথিদের সুবিধার জন্য এখানে পুরুষ এবং নারীদের জন্য আলাদা চেঞ্জিং রুমের ব্যবস্থা করা আছে। ঠিক পার্কের ভেতরেই সব বয়সীদের জন্য রয়েছে গিফট শপ আর খাবারের দোকান যেখান থেকে অনায়াসেই আপনারা কেনাকাটা করতে পারবেন।
ওয়াটার পার্ক সি ওর্য়াল্ডের পাশেই বিশ্রামের জন্য রয়েছে ফয়’স লেক রিসোর্ট যেখানে বিভিন্ন আরামদায়ক কক্ষ, ভিন্নধর্মী বিনোদন ব্যবস্থার এই রিসোর্টটি আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত। দেশ বিদেশি নানা স্বাদের খাবারের ব্যবস্থাও করা হয় পাশের লেক ভিউ রেস্টুরেন্টে। সব মিলিয়ে ঈদের ছুটি পরিপূর্ণ করে আমোদ আর উল্লাসে দিন কাটানোর জন্য ফয়’স লেক রিসোর্টের জুড়ি নেই।
ফয়’স লেক বেইস ক্যাম্প
ফয়’স লেক কনকর্ডের সর্বশেষ সংযোজন, ফয়’স লেক বেসক্যাম্প বিনোদনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। ভ্রমণ-পিপাসুদের জন্য ভিন্নধর্মী সব অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি যেখানে সারাদিন দুর্দান্ত অভিজ্ঞতা অর্জনের জন্য ফয়’স লেক বেইস ক্যাম্প জন্য উপযুক্ত স্থান এই ঈদে। খোলা আকাশের নিচে আর্চারি, ক্লাইম্বিং ওয়াল, ট্রি টপ অ্যাক্টিভিটি কিংবা বিশাল ফয়’স লেক-এ কায়াকিং বা বোট রাইড যে কোনো দর্শনার্থীকে চাঙা করে তুলবে নিমিষেই।
ঈদের বিশেষ সময় কাটানোর জন্য ফয়’স লেক কনকর্ডে বিশেষ আয়োজন করা হয়। ঈদ উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন থেকেই ওয়াটার পার্ক সি ওর্য়াল্ডে থাকছে ডিজে শো, ডান্স শো, ম্যাজিক শো ইত্যাদি। প্রাকৃতিক জলরাশির মাঝে নৌভ্রমণ করতে অনেকেই পছন্দ করেন তাই ঈদ প্রস্তুতি হিসেবে নৌভ্রমণের নিরাপত্তা নিয়ে প্রস্তুতিমূলক পরিকল্পনা চলছে।
সৌন্দর্য বাড়াতে বর্তমানে পুরো কমপ্লেক্স পরিচ্ছন্নতামূলক কর্মকাণ্ড ও নানা রংয়ে রাঙানোর কাজ চলছে। ঈদকালীন আবহাওয়া অনুকূলে থাকলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ব্যাপক আগমন ঘটাবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে উৎসবমুখর পরিবেশে নিরাপত্তার সঙ্গে ঈদের ছুটি কাটানোর জন্য আদর্শ স্থান বেড়িয়ে আসতে পারেন ফয়’স লেক কমপ্লেক্সে।
এমডিআইএইচ/এমআরএম/এমএস