কিশোরগঞ্জে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় জেলার নিকলী আবহাওয়া অফিসের কর্মকর্তা আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে তীব্র দাবদাহ অতিষ্ঠ জনজীবন। দাবদাহে নাজেহাল অবস্থা কর্মজীবী ও সাধারণ মানুষেরা। সব থেকে বিপাকে পড়েছেন খেটে-খাওয়া মানুষ। জীবিকার তাগিদে গরম উপেক্ষা করে বের হলেও গরমে তাদের অনেকেরই হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ খেটে-খাওয়া মানুষের জন্য দুর্বিষহ অবস্থা তৈরি করেছে এ তাপপ্রবাহ। গরমে রমজান মাসে রোজা রেখে অনেকে কষ্ট করছেন।
এসকে রাসেল/আরএইচ/জেআইএম