আমরা স্বাধীনতা পাই কিন্তু স্বাধীন হতে পারি না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
সোমবার (৩১ মার্চ) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ডাকরা ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের আগে তিনি এ মন্তব্য করেন।
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এ দেশের মানুষ অনেক সংগ্রামী, ব্রিটিশরা এ দেশ শাসন করত, আমরা ব্রিটিশের বিরুদ্ধে ২০০ বছর লড়াই করেছি, ১৯৪৭ সালে আমরা পাকিস্তান স্বাধীন রাষ্ট্র পেয়েছি, কিন্তু স্বাধীনতা পাইনি। স্বাধীনতার সুফল ভোগ করতে না পেরে আমরা পাকিস্তানি শাসকের বিরুদ্ধে আবার সংগ্রাম করেছি।
১৯৭১ সালে বিশাল যুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন ভূখণ্ড, নতুন মানচিত্র ও একটি দেশ বাংলাদেশ পেয়েছি। আমরা স্বাধীনতা পাই, কিন্তু স্বাধীন হতে পারি না।
তিনি আরও বলেন, ১৯৫২ সালে এ দেশের মানুষরা রক্ত দিয়ে জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল, কিন্তু এখনো সে ভাষার পরিপূর্ণ প্রতিষ্ঠা হয়নি। ১৯৭১ সালের পরে ২০২৪ সালে জুলাই-আগস্টের আমরা আরেকটি সংগ্রাম করেছিলাম, মাত্র দুই মাসে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ২৫ হাজার মানুষকে পঙ্গু করেছে, স্বৈরাচারের পতন আমরা চেয়েছিলাম।
স্বৈরাচার সরকারের পদত্যাগ আল্লাহ কবুল করেছে। কিন্তু দুঃখের বিষয়, যে চেতনা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবন্ধ হয়েছিলাম মাত্র ৭-৮ মাসে তা দ্বিধা-দ্বন্দ্ব শুরু হয়েছে।
এ সময় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম, বায়ুফার্মা কম্পানিয়ন ম্যানেজিং ডিরেক্টর ডা. লিয়াকত উল্লাহ মিলন, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি মো. সাহাব উদ্দিন, উপজেলা সেক্রেটারি বেলার হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহীমসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/এমআরএম