ঈদ আনন্দ মিছিল, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বিবৃতি

1 day ago 12

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেছেন, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঈদ আনন্দ মিছিলের নামে ইসলামবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সোমবার (৩১ মার্চ) সংগঠনটির প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূরের পাঠানো গণমাধমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান। 

বিবৃতিতে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত ঈদ আনন্দ মিছিলে ইসলামবিরোধী কার্যকলাপ সংঘটিত হয়েছে। ইসলামের পবিত্র ঈদ উৎসব মুসলমানদের জন্য বিশেষ এবাদত ও আনন্দের দিন। যা সর্বদা ইসলামের বিধান অনুযায়ী আমরা উদযাপন করে থাকি। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপেরর সঙ্গে বলতে হচ্ছে যে, এবারের ঈদ মিছিলে মোগল ঐতিহ্যের নামে ব্যান্ড পার্টি, হাতি-ঘোড়া, এবং বিভিন্ন জীবের মূর্তি প্রদর্শন করা হয়েছে। যা ইসলামিক সংস্কৃতি ও আকীদার সঙ্গে সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ ও স্পষ্টভাবে ইসলামের বিধানের লঙ্ঘন।

তিনি দৃঢ়ভাবে আরও বলেন, ইসলাম ধর্মে মূর্তি ও ভাস্কর্যের কোনো স্থান নেই। ইসলামের নামে এই কাজ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। মঙ্গল শোভাযাত্রার আদলে এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের ইসলামি সংস্কৃতিকে পরিবর্তন করার অপচেষ্টা মোটেও বরদাশত করা হবে না। 

তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মুসলমানদের ঈদের অংশ হতে পারে না এবং এটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত। আমরা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানাচ্ছি। 

মহাসচিব আরও বলেন, অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এমন ইসলামবিরোধী কার্যকলাপের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে মুসলিম উম্মাহকে নিজেদের ঈমান-আকীদা অক্ষুণ্ণ রাখতে এবং ইসলামবিরোধী সব চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হতে আমরা আহ্বান জানাচ্ছি।

Read Entire Article