ঈদ উপলক্ষে বিদেশিসহ ৬৪৫ কয়েদিকে ক্ষমা

2 months ago 9

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিদেশি নাগরিকসহ ৬৪৫ কয়েদি ক্ষমা পেয়েছেন। তারা বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছিলেন। বিশেষ ক্ষমাপ্রাপ্তরা যাতে দ্রুত ছাড়া পেয়ে পরিবারের কাছে যেতে পারেন সে ব্যবস্থাও নিচ্ছে কর্তৃপক্ষ। তবে বিদেশি নাগরিকদের আরও কিছু আইনি আনুষ্ঠানিকতা পেরুতে হবে।

কয়েদিদের ক্ষমা করার এ ঘটনা ঘটেছে ওমানে। দেশটির সুলতান হাইথাম বিন তারিক এক সরকারি আদেশে নির্বাচিতদের জন্য ‘রাজকীয় ক্ষমা’ জারি করেছেন। খবর টাইমস অব ওমান ও গালফ নিউজের।

রয়েল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, ১৪৪৬ হিজরির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহামান্য সুলতানের রাজকীয় ক্ষমা জারি করা হয়েছে। ক্ষমাপ্রাপ্তিতে বন্দিদের পরিবারের কথাও বিবেচনা করা হয়। তবে ৬৪৫ বন্দির মধ্যে কতজন বিদেশি নাগরিক তা তাৎক্ষণিক জানানো হয়নি।

সব প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ক্ষমাপ্রাপ্ত প্রবাসী বন্দিদের নিজ দেশে পাঠানো হবে।

রাজকীয় ক্ষমা সুলতানি নেতৃত্বের বৈশিষ্ট্যময় করুণা ও ক্ষমার চেতনাকে তুলে ধরে। বিশেষ করে ধর্মীয় ও জাতীয় তাৎপর্যপূর্ণ সময়ে এ ধরনের ক্ষমা মধ্যপ্রাচ্যে খুবই সাধারণ বিষয়। এই উদ্যোগটি ওমানের করুণা, ঐক্য এবং সামাজিক সংহতির ওপর স্থায়ী জোর দেওয়ার প্রতীক হিসেবে দেখা হয়।

Read Entire Article