ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণা মঙ্গলবার (২৬ আগষ্ট) থেকে শুরু হতে যাচ্ছে। নির্বাচনের আগের দিন রাত ১২টা পর্যন্ত এ প্রচারণা চলবে। এ বিষয়ে বিস্তারিত বিধিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সোমবার (২৫ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিধি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ছাত্রী প্রার্থীরা আচরণবিধি মেনে হলে প্রচারণা চালাতে পারবে পাঠকক্ষ ছাড়া রুম, রুমের সামনের বারান্দা, অতিথি কক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে। তবে অন্য হলের বা অনাবাসিক প্রার্থীরা আবাসিক হলে প্রচারণা চালাতে চাইলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
অন্যদিকে, ছেলে প্রার্থীরা ছাত্রী হলে শুধু হল প্রশাসনের নির্ধারিত অডিটোরিয়াম বা অতিথি কক্ষে প্রচারণা চালাতে পারবে।
আচরণবিধি অনুযায়ী, প্রতিটি হলে একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষে সর্বোচ্চ একটি প্রজেকশন মিটিং করার সুযোগ থাকবে। এর জন্য নির্ধারিত তারিখ ও সময় উল্লেখ করে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে হল প্রশাসনের অনুমতি নিতে হবে।
প্রচারণায় কেবল সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। সেখানে প্রার্থীর নিজের সাদাকালো ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার বা লিফলেট লাগানো নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণা সামগ্রী নষ্ট করা বা দেয়াল-যানবাহনে কালি, চুন বা কেমিক্যাল দিয়ে লিখন, মুদ্রণ বা চিত্রাঙ্কনের মাধ্যমে প্রচারণা চালানো যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।