ঈদ শুভেচ্ছা জানাতে শহীদ মুগ্ধের বাসায় রিজভী

1 day ago 12

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের বাসায় ঈদ শুভেচ্ছা জানাতে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঈদুল ফিতরের দিন সোমবার (৩১ মার্চ) দুপুরে সহকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর উত্তরায় মুগ্ধের বাসায় যান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রুহুল কবির রিজভীকে নিজ বাসায় পেয়ে ঈদের দিনে আবেগাপ্লুত হয়ে পড়েন মীর মুগ্ধের পিতা।

তিনি বলেন, আমার ছেলে মুগ্ধর জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন; ম্যাডামের ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা।

এসময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি ডা. আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

Read Entire Article