ঈদ সালামিতে আনন্দ ভাগাভাগি

1 day ago 13

ঈদের খুশিতে নতুন জামার মতো আনন্দ দেয় বড়দের থেকে ঈদ সালামি পাওয়া। ‘ঈদ সালামি’ শব্দটি মূলত আমাদের উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রচলন। সচরাচর ঈদের দিনে বড়দের থেকে উপহার হিসেবে পাওয়া নগদ টাকা ঈদ সালামি হিসেবে পরিচিতি। আর সবার শৈশবের ঈদ সালামির সদৃশ বিষয় ছিল- ঈদের দিন পাওয়া সালামি আমাদের মা কিংবা বড় বোন সংরক্ষণের কথা বলে যে নিত সেটা আর আমাদের পাওয়া হতো না।

ঈদের দিন নতুন জামা-কাপড়ের পাশাপাশি ছোটদের আরেকটি বড় আকাঙ্ক্ষা হলো নতুন টাকার সালামি! চকচকে একদম নতুন নোট পেলে তাদের চোখ-মুখ যেন আলাদা এক আনন্দে ঝলমল করে ওঠে। আসলে নতুন টাকার প্রতি এই ভালোবাসা আর ঈদ সালামির সংস্কৃতি একসাথে মিশে এক সুন্দর ঐতিহ্যে পরিণত হয়েছে।

বাংলাদেশে ঈদ সালামির জন্য নতুন টাকা দেওয়ার প্রচলন অনেক পুরোনো। নতুন টাকা যেন ছোটদের কাছে এক বিশেষ উপহার শুধু টাকা নয়, এটি যেন ভালোবাসার স্মারক। এই নতুন টাকা পাওয়ার আনন্দ, এমনকি সেটি যত্ন করে রেখে দেওয়ার অভ্যাস সবই যেন ঈদের স্মৃতির অমূল্য অংশ হয়ে যায়।

প্রতি বছর বাংলাদেশ ব্যাংক ঈদের আগে বাজারে নতুন নোট ছাড়ে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষ এসব নোট সংগ্রহ করতে পারে। ঈদের আগের সপ্তাহগুলোতে ব্যাংকগুলোতে দীর্ঘ লাইন দেখা যায় নতুন নোট নিতে। অনেকে আগেভাগেই ব্যাংকে গিয়ে নিজের জন্য এবং আত্মীয়স্বজনের জন্য নতুন টাকা তুলে রাখেন। কিন্তু সঙ্গত কারণেই এবার নতুন নোট আসে নি বাজারে। সেক্ষেত্রে সালামীতে দেওয়া যেতে পারে কম পুরনো নোট কিংবা আগে সংগ্রহ করে জমানো চকচকে টাকা।

ঈদ সালামিতে আনন্দ ভাগাভাগি

ঈদের সালামি মানেই এতদিন ছিল চকচকে নতুন নোটের গন্ধ আর খুশি। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের জীবনযাত্রার মতো ঈদ সালামী দেওয়ার ধরণেও এসেছে পরিবর্তন। এখন অনেকেই নগদ টাকার বদলে ডিজিটাল মাধ্যমে ঈদ সালামী পাঠাচ্ছেন। মোবাইল ব্যাংকিং, ই-ওয়ালেট, ব্যাংক ট্রান্সফার সব মিলিয়ে সালামি আদান-প্রদানের এই আধুনিক রূপ ক্রমেই জনপ্রিয় হচ্ছে।

প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মের কাছে ডিজিটাল সালামি বেশ জনপ্রিয়। বর্তমান সময়ে ডিজিটাল ঈদ সালামি দেওয়ার সঙ্গে কোনো কোনো অ্যাপে রয়েছে ঈদ কার্ড পাঠানোরও সুব্যবস্থা। যুক্ত করা যায় ছোট বার্তা, যা প্রাপকের আনন্দকে আরও বাড়িয়ে তুলে।

বিভিন্ন ই-কমার্স সাইটে গিফট কার্ডও দেওয়া যাচ্ছে। এতে সালামী নিয়ে অনলাইনে শপিংয়ের মজাও যোগ হচ্ছে।

আরও পড়ুন:

ঈদ সালামি সাধারণত ছোটদের জন্য হলেও, আজকাল বাবা-মা, ভাই-বোন — পরিবারের সকলের জন্য সালামি দেওয়ার একটা সুন্দর ট্রেন্ড তৈরি হয়েছে। ঈদ মানেই তো আনন্দ ভাগাভাগি, আর সেই আনন্দ শুধু ছোটদের মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? বড়দের জন্য সালামী দেওয়া মানে শুধু টাকা নয়, বরং সেটা ভালোবাসা, কৃতজ্ঞতা আর সম্পর্কের গভীরতার একটা প্রকাশ।

বাবা-মা কিংবা বড় ভাই নিজের জন্য না কিনে পরিবারের অন্যদের কথা ভাবেন। চাইলেই তাদের হাতে সালামী হিসেবে নগদ টাকা দিয়েও তাদের ইচ্ছেমত কিছু কেনাকাটা করতে বলা যায়। নয়ত ডিজিটাল ব্যবস্থা তো আছেই! টক টাইম কিংবা ইন্টারনেট প্যাকেজও হতে পারে আনন্দ ভাগাভাগির সুন্দর উদাহরণ।

সালামি শুধু টাকার লেনদেনের বিষয় না হয়, বরং ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির প্রতীক। এটি শুধু ছোটদের নয়, বড়দের মনেও এক ধরনের নস্টালজিয়া ও আনন্দের অনুভূতি জাগায়। ঈদের সকালে নতুন জামা পরে সালামি নেওয়ার সেই মিষ্টি হাসি, নতুন টাকার খুশবু এসবই ঈদের আনন্দকে পূর্ণতা দেয়।

লেখক: তানজিদ শুভ্র (শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়)

জেএস/এমএস

Read Entire Article