ভোলায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. জামাল হাওলাদার নামে এক বিএনপির নেতা নিহত হয়েছেন। উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে ভোলা-ভেলুমিয়া সড়ক অবরোধ করা হয়। আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাসে রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
নিহত জামাল হাওলাদার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্টি গ্রামের মো. মতলব হাওলাদারের ছেলে এবং ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভেলু মিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্টি গ্রামের মো. ইব্রাহীম ও মো. আলমের মধ্যে র্দীঘদিন ধরে জমি-জমার বিরোধ চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উভয়পক্ষ ওই জমি দখল নিতে আসেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সময় খবর পেয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি নিহত জামাল হাওলাদার তাদের থামাতে গেলে তার ওপর হামলা করা হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার জামাল হাওলাদারের মৃত্যু হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাত হাসনাইন পারভেজ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। তবে স্থানীয়রা মো. রিয়াজ নামে একজনকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। বর্তমানে সড়কে সব ধরনের যানবাহন চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়াও এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
জুয়েল সাহা বিকাশ/এমআরএম