ফরিদপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১২

20 hours ago 9

ফরিদপুর সদর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চাঁদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে ঈদ উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় চর চাঁদপুর গ্রামের বাসিন্দারা দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। এ সময় ওই এলাকার নজরুল বেপারীর ছেলে বাদশা বেপারীর সঙ্গে আকিদুল শেখের ছেলে নাজমুল শেখের বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। ওই সময় স্থানীয়রা দুজনকে শান্ত করে দেয়। এ ঘটনার জের ধরে বিকেলে বাদশা ও নাজমুলের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আহাদুজ্জামান বলেন, এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমএএইচ/

Read Entire Article