ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে এক বাংলাদেশি নাগরিকসহ একজন ভারতীয়কে গ্রেফতার করছে ভারতীয় সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানরা।
জানা যায়, গত বুধবার (২ এপ্রিল) রাতে পানিটেঙ্কি ইন্দো-নেপাল আন্তর্জাতিক সীমান্তে মেছি নদীতে এসএসবি টহল চলাকালীন তারা লক্ষ্য করে সন্দেহভাজন দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে যাচ্ছে।
এসএসবি জানায়, গ্রেফতারদের দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, একজন পশ্চিমবঙ্গের খড়িবাড়ি অঞ্চলের বাসিন্দা, অপরজন বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশি নাগরিকের কাছে কোনো বৈধ নথি না থাকায় তাকে গ্রেফতার করা হয়। সঙ্গে ভারতীয় নাগরিকেও গ্ৰেফতার করা হয়।
বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ নাইয়েম, বাড়ি বাংলাদেশের বরিশালে। ভারতীয় নাগরিকের নাম রমেন সিং, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের খড়িবাড়ির বাসিন্দা। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তাদের খড়িবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। আজ তাদের শিলিগুড়ি সাব-ডিস্ট্রিক্ট আদালতে তোলা হয়।
ডিডি/এমএএইচ/