ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে টহল ও তদারকি কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী।
বুধবার (৪ জুন) সকাল থেকে সেনাবাহিনী মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করছে। মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৫০ জন সেনাবাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ড্রোন দিয়েও মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ব্যাপারে যমুনা সেনানিবাসের ক্যাপ্টেন নাজমুছ সাকিব জাগো নিউজকে বলেন, ‘ঈদের আগে ও পরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করছেন। আমাদের টহল টিম ২৪ ঘণ্টাই মহাসড়কে দায়িত্ব পালন করবে। আমরা গরুর হাটগুলো মনিটরিং করছি। যাতে করে মহাসড়কে যানজটের সৃষ্টি না হয়।’
তিনি আরও বলেন,‘মহাসড়কে রাতে যাতে ডাকাতি না হয় সে জন্য বিভিন্ন জায়গায় সন্দেহ হলে গাড়ি চেক করা হবে। যে পর্যন্ত সরকারি ছুটি থাকবে, সে পর্যন্ত আমরা মহাসড়কে কাজ করে যাবো।’
আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/এমএস