ঈদযাত্রায় যেসব বিষয় মাথায় রাখা উচিত 

2 days ago 6
দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ছুটছে মানুষ। ঈদযাত্রা সহজ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঈদযাত্রার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।  ঈদযাত্রা নিবিঘ্ন করতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি * অবশ্যই টিকিট এবং নগদ অর্থ সঙ্গে রাখতে হবে। নিজের ব্যাগ-পত্রও সাবধানে রাখা জরুরি। সতর্কতা হিসেবে সম্ভব হলে আলাদা কয়েকটি জায়গায় অর্থ রাখতে পারেন। * ট্রেনে, বাসে কিংবা লঞ্চে ভ্রমণের সময় শিশুদের বেশি সতর্ক অবস্থায় রাখতে হবে। বাইরের পানীয় ও খাবার একদমই দেওয়া উচিত না। খেয়াল রাখবেন, কোনো বাচ্চা যেন জানালা দিয়ে হাত বাইরে না রাখে। * ঈদের সময় যাত্রাপথে মলম পার্টি ও ছিনতাইকারীদের আনাগোনা বেশি থাকে, তাই সতর্ক থাকুন। যানবাহনে অপরিচিত কেউ খাদ্য বা পানীয় দিলে খাবেন না। সতর্ক থাকুন।  * গরমে ভ্রমণের সময় হালকা, আরামদায়ক ও সহজে বাতাস চলাচল করতে পারে এমন পোশাক পরা উচিত। নরম জুতা বা স্যান্ডেল পরা উচিত।  * রোজা রেখে ভ্রমণ করলে অতিরিক্ত সতর্কতা হিসেবে খাবার এবং প্রয়োজনীয় পানীয় সঙ্গে রাখুন। যেন ইফতারের সময় বাইরের খাবার খেতে না হয়। গরমের কথা মাথায় রেখে পানির পাশাপাশি হাতপাখাও সঙ্গে রাখতে পারেন। * ভ্রমণের সময় অতি জরুরি ও প্রয়োজনীয় কিছু ওষুধ এবং ফার্স্ট এইড বক্স নেওয়া উচিত। কারণ রাস্তায় অনেক সময় ওষুধ পাওয়া যায় না। প্যারাসিটামল, বমির ওষুধ, গ্যাসের ওষুধ, ডায়রিয়ার জন্য ওরাল স্যালাইন ইত্যাদি সঙ্গে রাখুন। এছাড়া তুলা, গজ, ব্যান্ডেজ, স্যাভলন ইত্যাদি সংগ্রহে রাখুন।
Read Entire Article