ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ

1 day ago 15

সরাসরি সড়ক পথে সুন্দরবন ভ্রমণের সুযোগ থাকায় এবারের ঈদের ছুটিতে অনেকেই সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় ভ্রমণে আসবে। এজন্য দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পশ্চিম বনবিভাগ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পর্যটন স্পটগুলোর মধ্য অন্যতম হলো সুন্দরবনের কলাগাছিয়া, দোবেকি ইকোট্যুরিযম কেন্দ্র ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত।

পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে পর্যটন ব্যবসায় গতি ফিরবে বলে মনে করছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের আতিথেয়তার পসরা সাজিয়ে অপেক্ষায় রয়েছেন তারা।

ঈদুল ফিতরের ছুটিকে কাজে লাগিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনে ঘুরতে এরই মধ্যে ট্রলার (বোট) বুকিং দিয়েছেন অনেকেই।

jagonews24

এদিকে, এবার প্রচুর পর্যটক ঘুরতে আসবেন এমন আশায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা জোরদার করেছে বন বিভাগ।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সুন্দরবনের কলাগাছিয়া, দোবেকি ইকোট্যুরিজম সেন্টার এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। সাতক্ষীরা জেলা শহর থেকে পর্যটকরা মাত্র আড়াই ঘণ্টায় শ্যামনগর, মুন্সিগঞ্জ, কলবাড়ী আকাশলীনা ও নীলডুমুর পর্যটন স্পটগুলোতে পৌঁছাতে পারবে। এই এলাকায় এসে থাকার জন্য আকাশনীলা পর্যটন কেন্দ্র ছাড়াও দুটি রিসোর্টে থাকার সু-ব্যবস্থা রয়েছে।

স্থানীয় পর্যটন ব্যবসায়ী (ট্রলার মালিক) মিজান মোল্লা বলেন, এবার ঈদের ছুটিতে তাদের অনেকের (বোট) ট্রলার বুকিং হয়ে গেছে। যারা বুকিং দিয়েছেন তারা সুন্দরবন দেখার অপেক্ষায় আছেন। ভ্রমণ-পিপাসুদের আগ্রহ দেখে ট্রলার মালিকরা বলেন অন্যান্য বারের তুলনায় এবার সুন্দরবনে বেশি পর্যটক আসবে বলে আমরা আশা করছি।

jagonews24

সাতক্ষীরা জোন টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি সদস্যদের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে। যেন পর্যটকরা কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভ্রমণ শেষে বাড়িতে ফিরতে পারেন।

পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জাগো নিউজকে বলেন, এবার ঈদে লম্বা ছুটিতে পর্যটকের পদচারণায় মুখরিত হবে সুন্দরবন। এজন্য সাতক্ষীরা রেঞ্জের ইকোট্যুরিজম কেন্দ্র, কলাগাছিয়া, দোবেকি এ এক্সপার্টগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন করে গড়ে তোলা হয়েছে। তাছাড়া সুন্দরবনের সম্পদ রক্ষা ও পর্যটকদের জানমাল রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এজন্য বন কর্মকর্তা ও বনরক্ষীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে সার্বক্ষণিক টহল জোরদার করতে বলা হয়েছে। আশা করছি, এবার সুন্দরবনে বেশি পর্যটক আসবে এবং দ্বিগুণ রাজস্ব আয় হবে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, দেশের সর্ব দক্ষিণে সাতক্ষীরা শ্যামনগরে গড়ে উঠা পর্যটন শিল্পের অনন্য স্থাপনা আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার ও সুন্দরবন কলাগাছিয়া ইকোট্যুরিজম সেন্টারে, প্রতি বছর হাজারো পর্যটক ভিড় জমায়। ইতোমধ্যেই ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সাজে সজ্জিত হয়েছে উপকূলবর্তী গড়ে ওঠা এসব পর্যটন কেন্দ্র। তিনি আরও বলেন, সাতক্ষীরা অঞ্চল দিয়ে খুব সহজে সড়ক পথে সুন্দরবন ভ্রমণ করা যায়।

এমআরএম

Read Entire Article