ঈদুল ফিতরের দিন শহীদ জিয়ার মাজার জিয়ারত করবে বিএনপি

2 days ago 14

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবে বিএনপি। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যরা, বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা শেরেবাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের মাজার জিয়ারত করবেন। 

 

তিনি আরও জানান, মাজার জিয়ারতকালে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, দোয়া-মোনাজাত করা হবে। পাশাপাশি মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন নেতারা।

Read Entire Article