প্রতারণার শিকার জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা
ব্যবসায় প্রতারণার শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমদাদুল হকের পাশে দাঁড়ালেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
মঙ্গলবার (১ এপ্রিল) ইমদাদুলের ব্যবসায়িক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান করেন শাহরিয়ার।
জানা যায়, ইমদাদুল হক সম্প্রতি তার লুঙ্গির ব্যবসায়ে বড় ধরনের প্রতারণার শিকার হন। এতে তিনি ব্যবসায়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। রমজান মাসে ব্যবসা চালিয়ে পড়াশোনার খরচ জোগানোর উদ্দেশে তার বাবাকে এনেছিলেন ঢাকায়। কিন্তু একজন প্রতারক কৌশলে ইমদাদুলের ৮০টি লুঙ্গি হাতিয়ে নেয়। যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এ বিষয়ে ইমদাদুল হক বলেন, ‘শাহরিয়ার ভাইয়ের এই সহযোগিতায় আমার আর্থিক ক্ষতি অনেকটা পুষিয়েছে। মানবিক উদ্যোগের জন্য মো. শাহরিয়ার হোসেন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদলের নেতাকর্মীদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক।’
মো. শাহরিয়ার বলেন, আমি মনে করি দলমত নির্বিশেষে সবার বিপদে পাশে থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি মানুষের বিপদে পাশে থাকার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও যে কারো বিপদে পাশে থাকাকে সমর্থন করে, ইতিবাচক কাজকে গুরুত্ব দিয়ে দেখে। আমি ভবিষ্যতেও জবিয়ানদের সকল সমস্যায় পাশে থাকব। নিজের ক্যাম্পাসের ভাইবোনকে সহায়তা করতে পারার মধ্যে আমি আত্মতৃপ্তি খুঁজে পাই।