ঈদে আসছে নাদিমের নতুন গান

3 months ago 37

সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শাহাদাত হোসেন নাদিম আসন্ন ঈদুল আজহায় নিয়ে আসছেন তার নতুন মৌলিক গান ‘দূরে বহু দূরে’। ব্যতিক্রমধর্মী এ গান লিখেছেন ও সুর করেছেন রেজা করিম এবং নাদিম। সংগীত আয়োজন করেছেন জুয়েল মাহমুদ।  

‘ওভারডোজ বাই নাদিম’ ব্যান্ডের মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করা এই প্রতিভাবান শিল্পী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন মৌলিক গান এবং নাটকের আবহ সংগীতের কাজ নিয়ে। তবে ঈদকে ঘিরে শ্রোতাদের জন্য বিশেষ কিছু নিয়ে আসার পরিকল্পনা ছিল তার আগেই। তারই ফল এই নতুন গান।

গানটি নিয়ে নাদিম বলেন, আমার জগতটা গান ঘিরেই। আমি চেষ্টা করি আমার শ্রোতাদের ভালো কিছু উপহার দিতে। ‘দূরে বহু দূরে’ গানটি এমনভাবে তৈরি করেছি যেন শ্রোতারা এটি শুধু শুনেই না, বরং মনেও রাখবেন অনেক দিন।
তিনি আরও বলেন, গানের ক্যারিয়ারে সবচেয়ে বড় মোড় আসে যখন ‘পাগলের সুখ মনে মনে নাটকের জন্য করা  ‘আমি মরে যাবার পর’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। 

সেই অভিজ্ঞতা স্মরণ করে নাদিম বলেন, এই গানটি যে এতটা জনপ্রিয়তা পাবে, তা ভাবতেও পারিনি। এখান থেকেই আমি আত্মবিশ্বাস পাই নিজেকে একজন মিউজিক কম্পোজার ও সংগীতশিল্পী হিসেবে চিনে নেওয়ার। আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি, কিন্তু এই গান দিয়েই মূল রেজাল্টটা হাতে পাই।

‘দূরে বহু দূরে’ গানটি রোমান্টিক, আবেগময় ও হৃদয়ছোঁয়া কথার সমন্বয়ে নির্মিত হয়েছে। আসছে ঈদে গানটি মুক্তি পেলে এটি শ্রোতাদের মনে দাগ কাটবে বলে প্রত্যাশা করছেন শিল্পী।

Read Entire Article