ঈদে আসবে রাফীর নতুন সিনেমা, নায়ক শাকিব খান

2 months ago 24

ক্যাপ্টেন হিসেবে রাফীকে দারুণ পছন্দ করেছেন নায়ক শাকিব খান। তার নির্দেশনায় নতুন সিনেমার প্রস্তাব পেয়ে তাই বিলম্ব করেননি, সঙ্গে সঙ্গে ‘ইয়েস’ বলে দিয়েছেন। শিগগিরই শুরু হবে নতুন সেই সিনেমার শুটিং। বাংলার মানুষ সেই সিনেমা উপভোগ করতে পারবেন ঈদে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিনেমা নিয়ে কথা হচ্ছিল চিত্রনাট্যকার ও নির্মাতার। নতুন সিনেমার নাম ঠিক হয়নি, তবে চিত্রনাট্যকারকে গল্প বুঝিয়ে দিয়েছেন পরিচালক রায়হান রাফী। এবারও তিনি দায়িত্ব দিয়েছেন ‘তুফান’ ছবির চিত্রনাট্যকার আদনান আদিব খানকে। বড়পর্দার জন্য একেবারে নতুন এক গল্প তৈরি হবে তার হাতে।

ঈদে আসবে রাফীর নতুন সিনেমা, নায়ক শাকিব খান

ছবি প্রসঙ্গে জানতে চাইলে রায়হান রাফি জাগো নিউজকে বলেন, ‘আমার কাজ সিনেমা বানানো। আমি সিনেমা বানাচ্ছি। তবে সেটা কবে কার সঙ্গে এটা এখনই বলতে পারছি না। শাকিব ভাই বড় তারকা, তার সঙ্গে ছবি কে না করতে চায়। আমিও করবো। আগামী ঈদেই হয়তো তার সঙ্গে একটা নতুন সিনেমা আসতে পারে। শুধু এটুকু বলতে পারি, নতুন এই সিনেমা “তুফান”কে ছাড়িয়ে যাবে।’

আরও পড়ুন:

অন্যদিকে চলমান ‘লায়ন’ ও ‘তুফান-২’ সিনেমার অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে জাগো নিউজকে রায়হান রাফি বলেন, ‘আগামী বছর সিনেমাগুলো মুক্তি পেতে পারে। তবে সেটা কখন, তা বলতে পারছি না। এরই মধ্যে বেশ কয়েকটা কাজের ভেতর ঢুকে পড়েছি।’

ঈদে আসবে রাফীর নতুন সিনেমা, নায়ক শাকিব খান

সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। সাইকো-থ্রিলারধর্মী এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন সোনাল চৌহান। এ ছাড়া ছবিতে অভিনয় করেছেন টলিউডের পায়েল সরকার, রাহুল দেব, ঢাকার এলিনা শাম্মী প্রমুখ। শাকিব খানের প্রথম সর্বভারতীয় সিনেমা হলেও ‘দরদ’ খুব একটা সাড়া ফেলতে পারেনি।

এমআই/আরএমডি/এমএস

Read Entire Article