ইউটিউবের যুগে প্রতি ঈদ উৎসবেই প্রায় শতাধিক নাটক নির্মাণ হয়। তার মধ্য থেকে কিছু নাটক উঠে আসে আলোচনায়। ভিউয়ের আধিক্য ও দর্শক-সমালোচকদের ভালোবাসায় জনপ্রিয়তার শীর্ষে থাকে। হাল প্রজন্মের সব দর্শকপ্রিয় মুখ জুটি হয়ে আসেন এসব নাটকে।
তেমনি একটি নাটকে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও তানজিন তিশা। সদ্য শুটিং সম্পন্ন হওয়া এই নির্মাণে গল্পটা গড়ে উঠেছে দুই ভিন্ন মেরুর মানুষের জীবনের টানাপোড়েন ঘিরে। নাটকে ইয়াশ রোহানকে দেখা যাবে ফাহাদ চরিত্রে। তিনি একজন অন্তর্মুখী, নম্র-ভদ্র, চরিত্রবান ও পড়ুয়া যুবক। যার জগৎ সীমাবদ্ধ অফিস, বাসা আর লাইব্রেরিতে।
অন্যদিকে তানজিন তিশা অভিনয় করেছেন সায়রা চরিত্রে। ভার্সিটির প্রাণবন্ত এক তরুণী, যার জীবনে প্রেম এসেছে বহুবার, কিন্তু স্থায়িত্ব পায়নি একটিও।
আসছে ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তির অপেক্ষায় থাকা নাটকটির নাম ‘কিসমত’। এর চিত্রনাট্যকার ও পরিচালক মুহাম্মাদ মিফতাহ আনান। নির্মাতার ভাষায়, ‘দুই বিপরীত প্রকৃতির মানুষের জীবনে কীভাবে কিসমত তার রং বদলায়, কীভাবে তারা একে অপরের কাছে আসে বা আবার দূরে সরে যায়- সেই জার্নিটাই এ নাটকের মূল গল্প।’
সিএমভি’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে প্রতিষ্ঠানটির ব্যানারে ‘কিসমত’সহ এক ডজন বিশেষ নাটক মুক্তি পাবে। ধারাবাহিকভাবে এসব নির্মাণ চাঁদরাত থেকেই উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
কিসমত ব্যাপারটা অলৌকিক। মানুষের জীবনের প্রায় সবকিছুর নিয়ন্ত্রক এই কিসমতই। ইয়াশ-তিশা জুটির এ নাটকের কিসমতে কী আছে, সেটাই দেখা যাবে ঈদের নাটকের উৎসবে।
এলআইএ/জেআইএম

4 months ago
61









English (US) ·