ঈদে ফাঁকা ঢাকা, সড়কে নেই গাড়ির চাপ

2 days ago 11
বছর ঘুরে আবারও এলো পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (২৮ মার্চ) ও শনিবার (২৯ মার্চ) সাপ্তাহিক দুদিনের ছুটি শেষে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঈদের ছুটি। পবিত্র ঈদুল ফিতরের ছুটি উদযাপনে এরই মধ্যে কয়েক লাখ মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন। যে কারণে ব্যস্ততম ঢাকার অধিকাংশ সড়ক প্রায় ফাঁকা হয়ে গেছে। প্রধান প্রধান অধিকাংশ সড়কে যানবাহনের চাপ নেই। অলিগলিতেও গাড়ির চলাচল কম। এর ফলে লোকজন ঝামেলা ছাড়াই স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন। তবে সড়কে কিছুটা কমেছে যানবাহনের সংখ্যা। রোববার (৩০ মার্চ) রাজধানীর একাধিক এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সকাল সাড়ে ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে সরেজমিন দেখা যায়, রাস্তায় গাড়ির চাপ নেই। মূল সড়ক রিকশার দখলে। ট্রাফিক পুলিশের সদস্যরা স্বাচ্ছন্দ্যেই পালন করছেন তাদের দায়িত্ব। পাশাপাশি রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে মোড়ে মোড়ে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের। রাজধানীর ব্যস্ততম সড়ক ঢাকা নিউমার্কেট এলাকায়ও নেই গত কয়েকদিনের মতো মানুষের উপচে পড়া ভিড় আর যানবাহনের চাপ। শনিবার বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর কয়েকটি মহাসড়কে ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে থাকে। আর যারা গতকাল ঢাকা ছাড়তে পারেননি বিভিন্ন বাস টার্মিনালে তাদের আজ ঢাকা ছাড়তে দেখা গেছে। এর আগে বৃহস্পতিবার ছিল সরকারি অফিসের শেষ কর্মদিবস। ওইদিন বেশিরভাগ মানুষ ঢাকা ছাড়েন। ফলে শুক্রবার থেকে রাজধানী ফাঁকা হওয়া শুরু হয়। এবার ঈদের ছুটি বেশি হওয়ায় স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, ঈদের ছুটি শেষে আগামী ৬ এপ্রিল (রোববার) সরকারি অফিস খুলবে ।
Read Entire Article