সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতা ও মাদ্রাসাছাত্রের

1 day ago 9

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ওলামা দলের সভাপতি ও এক মাদ্রাসাছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে সোমবার (৩১ মার্চ) বিকেলে ভাঙ্গার আলগি ইউনিয়নের ঝাটুরদিয়া বাসস্ট্যান্ডে ও গত মঙ্গলবার (২৫ মার্চ) ভাঙ্গার ঢাকা-খুলনা মহাসড়কের বগাইল নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওলামা দলের উপজেলার আলগি ইউনিয়নের সভাপতি মাওলানা ইয়াকুব মাতুব্বর। তিনি উপজেলার আলগি ইউনিয়নের সুকনি গ্রামের মৃত্যু মোমিন মাতুব্বরের ছেলে। মাদ্রাসাছাত্র সাইমুন ইসলাম সুজাত (১০)। সে যশোরের সৌদি প্রবাসী রিপন আহমেদের ছেলে। সে তার মামার বাড়ি ফরিদপুরের ভাঙ্গার পল্লীবেড়া গ্রামের নাজমুল মেম্বারের ভাগনে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওলামা দল নেতা ইয়াকুব পার্শ্ববর্তী ঝাটুরদিয়া বাজারে হার্ডওয়ার ও লেদারের ব্যবসা করেন, ঈদের দিন বিকেলে দোকান করে মাগরিবের নামাজ পড় বাড়ি ফেরার পথে ঝাটুর দিয়া স্ট্যান্ডে পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় ইয়াকুবকে ঢাকায় নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ঢাকার ট্রাইল হাসপাতালে মারা যান।

এদিকে গত মঙ্গলবার নিহত সাইমুন ইফতারের পর আতশবাজির লোভে পড়ে এক বন্ধুর মোটরসাইকেলে মালিগ্রাম বাজারের উদ্দেশে রওনা দেন। ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের বগাইল সার্ভিস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে নিহত হন ও আরোহী মাদ্রাসাছাত্র সাইমুন গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাইমুনকে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করেন। সেখানে সাত দিন চিকিৎসার পর আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় মারা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান জানান, ঈদের ছুটিতে আছি, তাই ঝাটুদিয়া এলাকার দুর্ঘটনা ও নিহতের ঘটনা আমার জানা নাই।

মাদ্রাসাছাত্র সাইমুন নিহতের ঘটনায় শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম কালবেলাকে বলেন, নিহতের বিষয়টি আমার জানা নাই তবে দুর্ঘটনার একটা ঘটনা শুনেছিলাম।

Read Entire Article