ঈদে বেরোবিতে ১৪ দিনের ছুটি

3 months ago 35

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে ১ জুন (রোববার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত। তবে অফিস ছুটি শুরু হবে ৩ জুন (মঙ্গলবার) এবং শেষ হবে ১২ জুন (বৃহস্পতিবার)। ছুটিতে খোলা থাকবে আবাসিক হল।

বুধবার (২৮ মে) এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক।

ছুটির সময় আবাসিক হল খোলা থাকবে কি না এ বিষয়ে জানতে চাইলে বিজয় ২৪ হলের প্রভোস্ট মো. আমির শরীফ বলেন, ‘ছুটিতে অনেক শিক্ষার্থী হলে অবস্থান করেন, বিশেষ করে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি তাই এবারের ঈদুল আজহায় হল খোলা থাকবে।’

তিনি আরও জানান, ‘ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও যারা হলে থাকবেন তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে। তবে সে ক্ষেত্রে আগেই নাম এন্ট্রি করতে হবে।’

ফারহান সাদিক সাজু/এএইচ/এএসএম

Read Entire Article