জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নাসিব হাসান রিহানের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ কুশল বিনিময় করতে তাদের বাসায় যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে তার বাসায় যান আমিরে জামায়াত।
এসময় তিনি শহীদ নাসিব হাসান রিহানের বাবা, মা, ভাইসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের সঙ্গে ঈদ কুশল বিনিময় করেন। এছাড়াও শহীদ পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং মহান আল্লাহর দরবারে শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও জামায়াত নেতা আব্দুল আউয়াল আযমসহ স্থানীয় জামায়াত নেতারা।