মানুষের চাপ গতকালের চেয়ে কমেছে। যানজটও কেটেছে সেনা হস্তক্ষেপে। কিন্তু বড় কোম্পানিগুলোর দূরপাল্লার বাসের শিডিউল বিপর্যয় কাটেনি। যারা সরাসরি কাউন্টারে এসে টিকিট কাটছেন, তারা কোনো না কোনো গাড়িতে করে যেতে পারছেন। লোকাল গাড়িও পর্যাপ্ত আছে। কিন্তু যারা আগে থেকে অনলাইনে টিকিট কিনেছেন, অপেক্ষার কষ্টটা তাদেরই।
রাজধানীর গাবতলী, মাজার রোড ও কল্যাণপুর এলাকায় কোম্পানির কাউন্টারগুলোতে মানুষের দীর্ঘ অপেক্ষা চোখে পড়েছে। কাউন্টার ভরে রাস্তায়ও চেয়ার দিয়ে বসানো হয়েছে। প্রতিটি কাউন্টারে দুই-তিন গাড়ির যাত্রী অপেক্ষা করছেন। কোনো গাড়ি পাঁচ ঘণ্টাও দেরিতে আসছে।
কল্যাণপুরে হানিফ পরিবহনের যাত্রী শাহেদার সঙ্গে কথা হয় জাগো নিউজের। তিনি বলেন, ‘আমি বিকেল ৪টার গাড়ির টিকিট কেটেছি, ৬টায়ও গাড়ি আসেনি। যাবো গাইবান্ধা। অপেক্ষা করতে করতে তো রাত হয়ে গেলো।’

একই চিত্র শ্যামলী পরিবহন, শ্যামলী এন আর পরিবহন, এস আর পরিবহনসহ বেশিরভাগ কোম্পানির বাসেরই। কাউন্টারের সামনে বসে আছেন যাত্রীরা। স্ত্রী-সন্তানদের নিয়ে গরমে চরম বেকায়দায় পড়েছেন। রেজাউল নামের একজন যাবেন রংপুর। তিনি বলেন, ‘তিন ঘণ্টায়ও গাড়ি আসেনি।’
শাকিল রেজা, মোহাম্মদপুর থেকে আসছেন। যাবেন নওগাঁ। মাজার রোড থেকে শাহ ফতেহ আলী পরিবহনের টিকিট কেটেছেন দুপুর আড়াইটায়। বিকেল ৫টায় গাড়ি আসেনি কাউন্টারে।
- আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখনো ৩০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই
গাইবান্ধাগামী আলহামরা পরিবহন দুপুর ১টায় ছাড়ার কথা, মিরপুর মাজার রোড কাউন্টার থেকে ছেড়েছে বিকেল সোয়া ৫টায়। সুপারভাইজার বললেন, ‘নির্ধারিত সময়ে ঢাকায় ঢুকতে পারিনি। ছাড়বো কীভাবে?’

শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার ম্যানেজার কাজী বাবুল জাগো নিউজকে বলেন, ‘সমস্যা এখন একটাই গাড়ি সময়মতো আসছে না। সকাল ৭টার গাড়ি ছাড়ছি ১১টায়, চার ঘণ্টা দেরি। মাঝে দুপুরে ঘণ্টাখানেক দেরি হয়েছে। বিকেলে আবার তিন-চার ঘণ্টা দেরিতে আসছে গাড়ি।’
এদিকে, যারা অনলাইনে আগে টিকিট কাটেননি তারা বড় বড় কোম্পানির টিকিট পাচ্ছেন না। বেশিরভাগই সিট নেই। তবে লোকাল গাড়ি এবং আন্তঃনগর ছোট ছোট বাস যাচ্ছে দূরপাল্লার যাত্রায়। সেগুলো পাওয়া যাচ্ছে সহজেই। নিরুপায় হয়ে মানুষও যাচ্ছে।
মৌমিতা পরিবহন ঢাকার ভেতরের গাড়ি। এখন ডাকছে রংপুর বলে। এত দূরের যাত্রা যেতে পারবেন? এমন প্রশ্নের জবাবে সুপারভাইজার বলছেন, ‘গেছি তো। মাত্র আসলাম।’
ঢাকা-সাঁটুরিয়া ফেরিঘাটের নিয়মিত গাড়ি সেলফি পরিবহন যাত্রী পেতে বেগ পেলেও গাবতলী লিংকসহ বেশ কয়েকটি লোকাল পরিবহন কিন্তু ঠিকই যাত্রী নিয়ে যাচ্ছে।
এসইউজে/বিএ/জেআইএম

4 months ago
31









English (US) ·