ঈদের খুতবায় ফিলিস্তিন থেকে ইসরায়েলকে উৎখাতের অঙ্গীকার খামেনির

2 days ago 15
ফিলিস্তিনের ভূমি থেকে ইসরায়েলি শাসনব্যবস্থা উৎখাতের দৃঢ় অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  তেহরানের বিশাল মাঠে ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া এক খুতবায় খামেনি বলেন, এই বিকৃত, দুষ্ট এবং খুনি দলটিকে ফিলিস্তিন থেকে উৎপাটন করতে হবে এবং আল্লাহর কৃপায়, তা হবেই। খবর ইরনা নিউজ। খামেনি আরও বলেন, রমজান মাসজুড়ে ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি নৃশংসতা মুসলমানদের দুঃখ দেয়। তিনি যুক্ত করেন, পশ্চিমারা এই অঞ্চলের সাহসী জাতি এবং গর্বিত যুবকদের 'প্রক্সি বাহিনী' হিসেবে চিহ্নিত করেন, কিন্তু প্রকৃতপক্ষে ইসরায়েলি সরকারই হলো এই অঞ্চলের একমাত্র প্রক্সি বাহিনী। বিশ্বের উপনিবেশবাদী শক্তির প্রতিনিধিরূপে ইসরায়েলি সরকারের ভূমিকা তুলে ধরে খামেনি বলেন, এই ইসরায়েলি সরকার উপনিবেশবাদী শক্তির পক্ষে বিভিন্ন দেশের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। তারা উপনিবেশকারীদের প্রতিনিধি হিসেবে এখানে আগুন জ্বালায়, গণহত্যা করে এবং অপরাধ সংঘটিত করে। সুযোগ পেলে অন্যান্য দেশের ভূখণ্ড লঙ্ঘন করে, যেমন তারা আজ সিরিয়ার ভূখণ্ড লঙ্ঘন করছে। ইরানের নেতা বলেন, উপনিবেশবাদীরা অর্থ এবং মিডিয়া ব্যবহার করে ইসরায়েলি সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাদা করে তোলে। অন্যদিকে, তারা নিজস্ব অধিকার এবং ভূমি রক্ষাকারী স্থানীয় বাহিনীকে 'সন্ত্রাসী' হিসেবে আখ্যা দেয়। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে, বিশেষ করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে, ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে মানুষের জাগরণের কথা উল্লেখ করেছেন। খামেনি যুক্ত করেন, মানুষদের হত্যা করা তেল আবিব সরকারের নিয়মিত কাজ, যার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা সরকারগুলোর সমর্থন রয়েছে। খামেনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারের হুমকির কথা উল্লেখ করে বলেন, যদি এ ধরনের কোনো মন্দ কাজ করা হয়, তাহলে তারা অবশ্যই প্রতিদানে একটি বড় আঘাত পাবে। এই বক্তব্যে খামেনি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন এবং পশ্চিমা শক্তির সমর্থনকে তীব্রভাবে সমালোচনা করেছেন এবং আল্লাহর সাহায্যে ফিলিস্তিন থেকে ইসরায়েলকে উৎখাত করার জন্য প্রতিজ্ঞা করেন।
Read Entire Article