ঈদের ছুটিতে ঢাবিতে বিশেষ নিরাপত্তা

2 months ago 7

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল অফিস ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (০৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর প্রতিনিধিদের এক যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে (শাহবাগ, নীলক্ষেত, পলাশী, দোয়েল চত্বর, উদয়ন এবং অফিসার টাওয়ার) প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের সাথে প্রতিটি পয়েন্টে দুজন করে অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে আগামী ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেট বন্ধ থাকবে।

এছাড়াও, সেনাবাহিনীর সহযোগিতায় ক্যাম্পাস এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হবে। সেনা সদর দপ্তরের সামরিক অপারেশন অধিদপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

উল্লেখ্য, সম্প্রতি ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে বেশ নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যেই ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ ও ভবঘুরে উচ্ছেদসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় ঈদের ছুটিতেও বেশ কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ঢাবি ক্যাম্পাস।

Read Entire Article