চট্টগ্রামের মিরসরাইয়ে আইপিএস ব্যাটারিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বোরহান উদ্দিন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। বোরহান ওই এলাকার শেখ আবু বক্কর সিদ্দীক ওরফে কানু মোল্লার ছেলে ও দুবাই প্রবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশে পরিবারের সঙ্গে ঈদ করতে আট দিন আগে বাড়ি আসেন বোরহান। ঈদের দিন সকালে ঘরের আইপিএসের ব্যাটারিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগেরর চিকিৎসক ডা. রাজিব দে জানান, সোমবার সকালে বিদ্যুৎপৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা যান।
এম মাঈন উদ্দিন/এমএন/এএসএম