ঈদের ছুটিতে ভ্রমণকালে করণীয়

4 months ago 13

ঈদের খুশিকে বাড়িয়ে তুলতে সবাই গ্রামের বাড়ি যান। আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। তবে ঈদের ছুটিতে ভ্রমণকালে নানা ঝামেলা পোহাতে হয়। অনেক সময় আনন্দই মাটি হয়ে যায়। দুর্ঘটনায় বয়ে আনে কান্না। তাই এবারের ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় করতে করণীয়—

১. ভ্রমণকালে বিভিন্ন চক্র, ছিনতাইকারী, মলম পার্টি ও গামছা পার্টি থেকে সাবধান থাকতে হবে।
২. জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ, বাস বা ট্রেনের ছাদে যাতায়াত করবেন না।
৩. ফিটনেসহীন গাড়িতে ওঠা থেকে বিরত থাকবেন।
৪. অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে দেবেন না।
৫. ভ্রমণপথে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
৬. জাল টিকিট বিক্রিকারী চক্রের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।
৭. ভ্রমণপথে অপরিচিত কারও দেওয়া পানাহার থেকে বিরত থাকতে হবে।

৮. ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া চাইলে প্রশাসনের সাহায্য নিন।
৯. টিকিট কালোবাজারিদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
১০. রেষারেষি কিংবা প্রতিযোগিতা করে গাড়ি চালাতে দেখলে জরুরি সেবায় ফোন করুন।
১১. নদীপথে ফিটনেসবিহীন লঞ্চ দেখলে যাত্রা থেকে বিরত থাকতে হবে।
১২. সময় বাঁচাতে লাফ দিয়ে পরিবহনে ওঠা যাবে না।
১৩. অতিরিক্ত যাত্রীবাহী লঞ্চে যাত্রা করা থেকে বিরত থাকুন।
১৪. ঝুঁকি নিয়ে যে কোনো যানবাহনে চড়া থেকে বিরত থাকতে হবে।
১৫. মোটরসাইকেলে অতিরিক্ত আরোহী হয়ে যাবেন না।
১৬. মোটরসাইকেলে চড়লে অবশ্যই হেলমেট ব্যবহার করবেন।

ঈদের ছুটিতে ভ্রমণ নিরাপদ হোক। আনন্দময় হোক। সব ধরনের প্রতিবন্ধকতা সচেতনতার সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করুন। ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ।

এসইউ/জিকেএস

Read Entire Article