লম্বা ছুটির ফাঁদে রাজধানীর কাঁচাবাজার। দোকান খুলতে শুরু করেছে, তবে বিক্রেতার তুলনায় ক্রেতার উপস্থিতি খুব কম। রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারের বড় অংশ এখনও বন্ধ। বেশিরভাগ পণ্যের দাম ঈদের আগের মতোই। তবে সামান্য বেড়েছে দেশি পেঁয়াজসহ কিছু মশলার দাম। চালের দামও সামনে বাড়তে পারে বলে জানালেন একজন বিক্রেতা। দেশি ফল, বিশেষ করে আমের প্রচুর সরবরাহ রয়েছে বাজারে।
The post ঈদের ছুটিতে রাজধানীর কাঁচাবাজারে ক্রেতা খুবই কম appeared first on চ্যানেল আই অনলাইন.