ঈদের ছুটিতে টানা ১১দিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে আবার মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। ২৫ মার্চ ৮ রাউন্ড শেষে পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে বন্ধ হয়েছিল প্রিমিয়ার লিগের খেলা।
যথারীতি কাল রোববারও আছে তিনটি ম্যাচ। শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহামেডান আর প্রাইম ব্যাংক। বিকেএসপি ৩ নম্বর মাঠে মুখোমুখি হবে আবাহনী ও শাইনপুকুর। বিকেএসপি ৪ নম্বর মাঠে ম্যাচটি হবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব আর গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে।
পর দিনও যথারীতি হবে ৩টি ম্যাচ। এভাবে ৮ এপ্রিল বিরতি দিয়ে ৯ ও ১০ এপ্রিল দশম রাউন্ড এবং ১২-১৩ এপ্রিল একাদশ রাউন্ড দিয়ে শেষ হবে রবিন লিগ। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দল খেলবে সুপার লিগে।
লিগের প্রথম থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বীতা। ওঠা-নামার পালা চলছে প্রতিনিয়ত। বেশ কয়েকটি দল শরিক আছে সুপার লিগে ওঠার দৌড়ে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, কোন ৬ দল খেলবে সুপার লিগ? তারপরও আবাহনী, গাজী গ্রুপ, মোহামেডান তুলনামূলক শ্রেয়তর অবস্থায় আছে। এই তিন দলের খুব কাছাকাছি আছে প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক আর লিজেন্ডস অব রুপগঞ্জ।
৮ ম্যাচের মধ্যে ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে লিগ টেবিলে সবার ওপরে আবাহনী। ৬ জয়, ২ পরাজয়ে ১২ পয়েন্ট করে পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে গাজী গ্রুপ ক্রিকেটার্স (নেট রান রেট ০.৯৪৯) ও মোহামেডান। মোহামেডানের নেট রান ০.৪৯৩।
একই অবস্থা প্রাইম ব্যাংক (৮ ম্যাচে ৫ জয়, ৩ পরাজয়ে ১০ পয়েন্ট, নেট রানরেট ০.৭৩৪) আর অগ্রণী ব্যাংকেরও (৮ ম্যাচে ৫ জয়, তিন পরাজয় ১০ পয়েন্ট, নেট রানরেট ০.২৯৩)। এই ২ দলের পয়েন্ট সমান ১০ করে। তবে নেট রানরেটে এগিয়ে প্রাইম ব্যাংক চার নম্বরে। আর অগ্রণী ব্যাংক পাঁচে।
নেট রানরেটে এগিয়ে ৬ নম্বরে লিজেন্ডস অফ রূপগঞ্জ। আকবর আলী, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয় ও জাকের আলী অনিকের মত মেধাবি তরুণদের গড়া লিজেন্ডস অফ রূপগঞ্জের সাথে সমান ৯ পয়েন্ট পেয়েছে প্রিমিয়ার লিগের নতুন দল তামিম ইকবালের অর্থায়নে একঝাঁক সম্ভাবনাময় তরুণে গড়া গুলশান ক্রিকেট ক্লাবও।
তবে নেট রান রেটে লিজেন্ডস অব রুপগঞ্জের ১.৮২৭ চেয়ে পিছিয়ে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের নেট রান ০.০৪০, অবস্থান সাত নম্বরে। কার্যত এই ৭ দলের মধ্যেই জোর লড়াই চলছে সুপার লিগে ওছার।
ঈদের ছুটির পর বাকি থাকা তিন রাউন্ডেই নিষ্পত্তি হয়ে যাবে সব দলের অবস্থান। জানা যাবে, কোন ৬ দল খেলবে সুপার লিগ? তবে খালি চোখে মনে হচ্ছে নাজমুল হোসেন শান্তর আবাহনী, এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ, হার্ট অ্যাটাকে মাঠের বাইরে চলে যাওয়া তামিম ইকবালের মোহামেডান, নাইম শেখের প্রাইম ব্যাংক, ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংক ও জাকের আলী অনিকের গড়া লিজেন্ডস অফ রূপগঞ্জ ও জাওয়াদ আবরার, ইফতিখার ইফতি, খালেদের গুলশান ক্লাবের যে কোনো ৬ দলই হয়ত শেষ পর্যন্ত সুপার সিক্সে পা রাখবে।
তবে একদম সম্ভাবনা শেষ হয়ে যায়নি ধানমন্ডি স্পোর্টস ক্লাবেরও। মোহাম্মদ আশরাফুলের কোচিং আর নুরুল হাসান সোহানের অধিনায়কত্বে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৬ পয়েন্ট পেয়ে (নেট রান -০.৬০৯) আছে ৮ নম্বরে। ধানমন্ডিরও ক্ষীণ সম্ভাবনা আছে।
বাকি ৪ দল লড়ছে মূলতঃ রেলিগেশন এড়াতে। সেই দল ৪টি হলো; গোপিবাগের ব্রাদার্স ইউনিয়ন, ২ জয় আর একটি পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্টসহ মোট পয়েন্ট ৫ পেয়ে নবম। পারটেক্স ৪ পয়েন্ট পেয়ে দশম। রূপগঞ্জ টাইগার্স ৮ ম্যাচে এক জয় ও পরিত্যক্ত ম্যাচে এক পয়েন্টসহ মোট তিন পয়েন্ট নিয়ে ১১ নম্বরে এবং একটি মাত্র জয় নিয়ে ২ পয়েন্ট পেয়ে সবার নীচে শাইনপুকুর।
এআরবি/আইএইচএস