ঈদের দিন ক্যাম্পাসে গরু কোরবানি দেবে জবি শিবির

4 months ago 71

ঈদুল আজহার দিন ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বর্তমান ও সাবেক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ক্যাম্পাসে গরু কোরবানি দেবে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখা।

শনিবার (৩১ মে) সংগঠনটির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন যারা পারিবারিক পরিবেশে ঈদ উদযাপন থেকে বঞ্চিত, তাদের মাঝে উৎসবের আনন্দ ভাগ করে নিতে এই আয়োজন নেওয়া হয়েছে। ঈদের দিন দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভোজে বিশ্ববিদ্যালয়ের সবাই অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ব্যবস্থা রাখা হবে।

এ বিষয়ে শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হল থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো হল না থাকায় শিক্ষার্থীদের কষ্ট হয়। তাই আমরা চাই এই ঈদের দিন সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে।

এ বিষয়ে ছাত্রশিবিরের শাখা সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, ঈদের দিনে ক্যাম্পাসে গরু কোরবানি দেবো। সেখান থেকে দুপুরের খাবারের আয়োজন করবো। পরিবার থেকে দূরে থেকেও উৎসবের আনন্দ উপভোগ করতে পারবে সবাই। সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেবেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে এবং এর জন্য প্রশাসনের অনুমতিও নেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির শাখার সভাপতি মো. আসাদুল ইসলাম বলেন, ঢাকায় ঈদের সময় অনেক শিক্ষার্থী একা থাকেন। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাকে আমরা আমাদের দায়িত্ব মনে করি। এটি কোনো রাজনৈতিক প্রদর্শনী নয়, বরং সম্পূর্ণ মানবিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ।

তৌফিক হোসেন/এসএনআর/এএসএম

Read Entire Article