ঈদের দিন ২১ হাজার যানবাহন পারাপার, টোল আদায় দেড় কোটি টাকা

2 months ago 23

যমুনা সেতুর ওপর দিয়ে ঈদের দিন ২১ হাজার ১৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৩০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৬ জুন) রাত ১২টা থেকে শনিবার (৭ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১ হাজার ১৯৮টি যানবাহন পারাপার হয়। এরমধ্যে উত্তরবঙ্গগামী ১০ হাজার ৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৬৬ লাখ ৮৬ হাজার ৬৫০ টাকা।

অপরদিকে ঢাকাগামী ১১ হাজার ১০০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে ৮০ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রায় ছয়দিনে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন পারাপার হয়। ১ জুন থেকে ৬ জুন রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এসব যানবাহন পারাপার হয়েছে। ফলে এই কয়দিনে টোল আদায় হয়েছে ১৯ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৫০ টাকা।

এদিকে বৃহস্পতিবার সেতু দিয়ে সর্বোচ্চ সংখ্যক ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়। যা সেতু চালু হওয়ার পর সর্বোচ্চ।

এ প্রসঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হয়। এর মধ্যে দুই পাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের ব্যবস্থা করা হয়েছিল।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/জেআইএম

Read Entire Article