ঈদের দিনে গাজাবাসীর জন্য দুঃসংবাদ

2 months ago 77
ঈদের দিনে দুঃসংবাদ পেয়েছে গাজাবাসী। উপত্যকায় ত্রাণ বিতরণে কাজ করা সংস্থাটি জানিয়েছে, গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার (০৬ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, গাজার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে খাদ্য সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানিয়েছে, সাম্প্রতিক প্রাণঘাতী গোলাগুলির ঘটনায় সব বিতরণ কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শুক্রবার সংস্থাটি এক বিবৃতিতে স্থানীয় বাসিন্দাদের ওইসব স্থান থেকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানিয়েছে। জিএইচএফ গত সপ্তাহে গাজায় জরুরি খাদ্য বিতরণ শুরু করেছিল। সংস্থাটি জানিয়েছে, পুনরায় বিতরণ কার্যক্রম শুরু কবে হবে, তা পরে জানানো হবে। প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি বুধবার থেকে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। এর আগে, রাফাহ শহরে তাদের কেন্দ্রের আশপাশে পরপর তিনদিন হামলায় বহু ফিলিস্তিনি নিহত হন। সংস্থাটি ইসরায়েলি বাহিনীকে তাদের কেন্দ্রের বাইরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ প্রয়োগ করছে। ইসরায়েলি সেনাবাহিনী রোববার ও সোমবার জানায়, তারা ‘সতর্কতামূলক হামলা’ চালিয়েছে। মঙ্গলবার বাহিনী জানায়, তারা সতর্কবার্তা দেওয়ার পরও কিছু ফিলিস্তিনি সেনাদের দিকে এগিয়ে গেলে গুলি ছোড়ে। সংস্থাটি দাবি করেছে, তাদের নিজস্ব বিতরণ স্থলে কোনো নিরাপত্তার ব্যতয় ঘটেনি। সুষ্ঠুভাবেই  ফিলিস্তিনিদের মধ্যে সহায়তা বিতরণ করা হয়েছে।  
Read Entire Article