ঈদের দ্বিতীয় দিনে যমুনা সেতুতে টোল আদায় ৭৯ লাখ

1 day ago 10

ঈদের দ্বিতীয় দিনে যমুনা সেতুর ওপর দিয়ে ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৫১টি যানবাহন পারাপার হয়েছে। এর ফলে টোল আদায় হয়েছে ৬৮ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।

মঙ্গলবার (০১ এপ্রিল) এ টোল আদায় হয়েছে বলে জানায় সেতু কর্তৃপক্ষ।

অপরদিকে ঈদের দ্বিতীয় দিনও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু দিয়ে ট্রাকে ও বাসের ছাদে বাড়িতে যাচ্ছে উত্তরাঞ্চলের অনেক মানুষ। তবে মহাসড়কে যানবাহনের সংখ্যা খুবই কম ছিল। 

সেতু কর্তৃপক্ষ জানায়, উত্তরবঙ্গগামী ৯ হাজার ১৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪০ লাখ ৩ হাজার ১৫০ টাকা।

অপরদিকে ঢাকাগামী ৬ হাজার ৮৬৮ যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২৮ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা।

যাত্রীরা বলেন, বিভিন্ন কারণে ঈদের দিন বাড়িতে যেতে পারেনি। তাই এখন বাড়িতে যাচ্ছি। কিন্তু রাস্তায় গণপরিবহনের সংখ্যা খুবই কম। তাই ট্রাকে করে বাড়িতে যাচ্ছি। এতে ভাড়াও নিচ্ছে বেশি। 

সরেজমিনে দেখা যায়, ট্রাকের পাশাপাশি বাসের ছাঁদে বাড়িতে যাচ্ছে মানুষ। তবে মহাসড়কে যানবাহন খুবই কম।

এ ব্যাপারে যমুনা সেতুর পূর্ব থানার এসআই তাহেরুল ইসলাম কালবেলাকে বলেন, আজও অনেকেই বাড়িতে যাচ্ছে। তবে রাস্তায় গণপরিবহনের সংখ্যা খুবই কম থাকায় ট্রাকে করে অনেকই বাড়ি যাচ্ছে।

Read Entire Article