ঈদের মাঠে ইমামকে হত্যাচেষ্টা, অতঃপর...

2 days ago 12

বরগুনার তালতলীতে ঈদুল ফিতরের নামাজের মাঠে ইমামকে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করার চেষ্টায় মাসুম (১৯) এক যুবককে স্থানীয় মুসল্লিরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা শারিক খালী ইউনিয়নের আঙ্গার পাড়া গ্রামে সিকদার বাড়ি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

আটক মাসুম উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর এলাকার সাইদুর রহমানের ছেলে। তিনি আলীর বন্দর এলাকার একটি মসজিদের ইমামতি ছেড়ে ঢাকায় একটি কোম্পানির গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের সিকদার বাড়ি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় মাসুম নামের এক যুবক দেশীও অস্ত্র নিয়ে ইমামের দিকে ছুটে যান। এ সময় মুসল্লিরা মাসুমকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ আটক করে তাকে থানায় নিয়ে আসে।

হামলাকারী মাসুমের অভিযোগ, মসজিদের ইমাম ইমরান তার বন্ধু। গত বছর কোরবানি ঈদে কুয়াকাটার একটা আবাসিক হোটেলে প্রেমিকাকে নিয়ে যায় মাসুম। সঙ্গে বন্ধু ইমরানও ছিল। প্রেমিকাকে বন্ধু ইমরানের কাছে রেখে টাকার সংগ্রহে যায় মাসুম। ওই ফাঁকে বন্ধু ইমরান তার প্রেমিকার ইজ্জত হরণ করেছে।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি আমি জানতে পারি এবং ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে আমি ঢাকায় চলে যাই এবং প্রতিশোধ নিতে সুযোগ খুঁজি। এক হাজার টাকায় ঢাকা থেকে একটি ছুরি কিনে কুরিয়ারের মাধ‌্যমে তালতলী নিয়ে আসি। সুযোগ বুঝে ঈদের দিনই তার ওপর আক্রমণের পরিকল্পনা করি। পরিকল্পনা মাফিক নামাজরত অবস্থায় ইমাম ঘাতক বন্ধুকে হত‌্যা করতে ছুরি বের করি। কিন্তু মুসল্লিদের কারণে তাকে হত‌্যাচেষ্টায় ব‌্যর্থ হই।

মসজিদের সাবেক সেক্রেটারি মো. জাকির হোসেন বলেন, নামাজের দ্বিতীয় রাকাতের সময় হামলাকারী আনুমানিক দুই ফুট বড় একটি ছুরি বের করে। এ সময় নামাজ ছেড়ে আমি তাকে ঝাপটে ধরি। পরে মসজিদের মুসল্লিরা তাকে ধরে আটকে রেখে পুলিশকে খবর দেয়। জানতে পেরেছি ইমামের সঙ্গে ওই যুবকের পূর্বশত্রুতা রয়েছে।

সিকদার বাড়ি মসজিদের ইমাম ইমরান হোসেন জানান, কেওড়া বুনিয়া মাদ্রাসায় পড়াকালীন মাসুম তার মোবাইল চুরি করে। এই ঘটনায় তিনি তাকে অপমান করায় তার ওপরে ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছেন।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাসুমকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article