ঈদের ময়দানে ব্যতিক্রমী আপ্যায়ন

2 days ago 16
মধু দিয়ে আপ্যায়নে এবার আনন্দ উচ্ছ্বাস আর খুশির বার্তায় এক ভিন্নতা এনেছে ঈদের মাঠে। ঈদের নামাজ আদায় করতে আসা শিশু ও বয়োবৃদ্ধদের মধুতে আপ্যায়নের এ ব্যাতিক্রমী দৃশ্য পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধানদী বোর্ড অফিস জামে মসজিদ ময়দানের।  সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবেশ প্রকৃতি বিষয়ক ‘সেভ দ্য বার্ড এ্যান্ড বি’ নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠন এ আপ্যায়নের ব্যবস্থা করে। সংগঠনটির পরিচালকমন্ডলীর শামসুন নাহার বলেন, মহান সৃষ্টিকর্তা প্রদত্ত এক নিয়ামতের নাম মধু। ভেজাল খাদ্যে আমাদের হাট, বাজার, হোটেল, রেস্টুরেন্ট সয়লাব। সার-বিষে উৎপাদিত আর ইন্ডাস্ট্রিয়াল ফুডে সৃষ্ট অসুখ-বিসুখ অর রোগবালাই থেকে মুক্তির জন্য মানুষকে এখন রীতিমতো দিকবিদিক ছুটোছুটি করতে হচ্ছে। আগের মতো এখন গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায় ঈদের আনন্দ উৎসবের আমেজ সৃষ্টি করে না। ঘরে ঘরে মানুষের আসা যাওয়ার ধুম পড়ে না। আপ্যায়নের ধরনও বদলে গেছে। শিশু-কিশোর, তরুণ আর বয়োবৃদ্ধদের সবাইকে আনন্দের অবগাহনে ভাসাতে মধুতে আপ্যায়নের মতো এই ব্যতিক্রমী আয়োজন। ইমাম মু. মুজাহিদুল ইসলাম বলেন, ঈদের ময়দানের পাশেই মসজিদ কমিটির উদ্যোগে দুইটি স্টল রাখা হয়। ওই দুটি স্টল থেকে সেভ দ্য বার্ড এ্যান্ড বির মধু বিতরণের পাশাপাশি শিশুদেরকে চকলেট, রঙিন বেলুনসহ বয়স্কদের জন্য চা, কফি ও পানসুপারিতে আপ্যায়নের ব্যাবস্থা করা হয়েছে। সময়ের ঘূর্ণিপাকে প্রকৃতি ও পৃথিবীর পরিস্থিতি পাল্টে গেছে। ফিলিস্তিনে উৎকট উগ্রতায় মানব নিধনের উম্মাদনা আর ধ্বংসলীলা। সবকিছুর মাঝে সবাইকে ঈদের আনন্দ, শান্তির বার্তা ও পরম তৃপ্তির ছোঁয়া লাগানোর উদ্দেশে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। ঈদের আনন্দ সাবার মাঝে সুখ ও মধুরতার আলো ছড়াক।
Read Entire Article