ঈদের ৩ দিন যেমন থাকবে আবহাওয়া

3 months ago 5

মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। গত তিনদিন থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমেছে। এসময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টি হয়েছে। আগামী তিনদিন ভারী বৃষ্টি বা দীর্ঘসময় ধরে বৃষ্টির সম্ভাবনা নেই। সেই হিসেবে শনিবার (৭ জুন) থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে, দেশের কোথাও না কোথাও বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার অর্থাৎ ঈদুল আজহার দিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঈদের পরদিন রোববার (৮ জুন) অর্থাৎ ঈদের পরদিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জাগো নিউজকে বলেন, ঈদের তৃতীয় দিন সোমবার (৯ জুন) চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, এখন যেহেতু বর্ষা মৌসুম, তাই বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে হতে পারে। পুরো দেশ বৃষ্টিহীন থাকবে না। কোথাও না কোথাও বৃষ্টি হবে। তবে আগামী তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বা দীর্ঘসময় ধরে বৃষ্টির সম্ভাবনা নেই।

আরএএস/এমএএইচ/এমএস

Read Entire Article