উইকিপিডিয়ার তথ্য কতটা নির্ভরযোগ্য?

2 months ago 37
ইন্টারনেট ব্যবহারকারী অনেকের কাছে পরিচিত নাম উইকিপিডিয়া। মূলত কোনো তথ্য খোঁজার জন্য উইকিপিডিয়ার ব্যবহার করে থাকে অনেকেই। তবে উইকিপিডিয়া সব তথ্য কি সত্য? কোথা থেকে আসে এসব তথ্য? সেখানে প্রকাশিত বিষয় সম্পর্কে কারা লেখেন? চলুন জেনে নেওয়া যাক এসব তথ্য- (বিবিসির এক প্রতিবেদনের আলোকে এসব তথ্য জানা যায়) সবার আগে জানা যাক উইকিপিডিয়া কী? উইকিপিডিয়াকে ‘অনলাইন এনসাইক্লোপিডিয়া’ বা ইন্টারনেট ভিত্তিক বিশ্বকোষ বলা হয়। বিশ্বব্যাপী ২০০১ সাল থেকে পরিচিত এই বিশ্বকোষ বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এটা ‘ওপেন সোর্স’ সফ্টওয়্যারভিত্তিক।  ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন’ নামক একটা অলাভজনক সংস্থা দ্বারা পরিচালিত হয় উইকিপিডিয়া।  উইকিপিডিয়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটের মধ্যে একটা। বর্তমানে ছয় কোটিরও বেশি প্রকাশিত লেখা রয়েছে উইকিপিডিয়ায়। প্রতি মাসে এই ওয়েবসাইটের ‘পেজভিউ’ ১০ লক্ষ কোটিও বেশি। যে কেউ কি এখানে তথ্য লেখতে পারেন? হ্যাঁ। কোনও নতুন বিষয়ে লেখার অনুমতি বা ইতিমধ্যে বিদ্যমান তথ্যে ‘হেরফের’ করার অনুমতি সবার রয়েছে। এটা সম্ভব হওয়ার কারণ উইকিপিডিয়ার নিয়ন্ত্রণ মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির হাতে নেই। এটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, চাইলে যে কেউ লিখতে পারেন। তবে এখন প্রশ্ন আসতেই পারে উইকিপিডিয়ার তথ্য কতটা নির্ভরযোগ্য? উইকিপিডিয়ার সাহায্য নেওয়া যেতে পারে কিন্তু সেই তথ্যকে ‘নির্ভরযোগ্য উৎস’ হিসাবে বিবেচনা করা যাবে না। উইকিপিডিয়া নিজেও একই পরামর্শ দিয়ে থাকে। এই ওয়েবসাইটে জানানো হয়েছে যে সেখানে প্রকাশিত তথ্যকে প্রাথমিক উৎস হিসাবে ব্যবহার করা উচিত নয়। উইকিপিডিয়ায় প্রকাশিত লেখায় ভুল থাকা সম্ভব। প্রতিটা লেখার নিচে অনেকগুলো রিলেটেড সোর্স (সম্পর্কিত উৎসের) তালিকা থাকে। এই উৎসগুলোর ভিত্তিতেই নিবন্ধ লেখা হয়ে থাকে। ওই তালিকায় উল্লেখ করা প্রতিবেদন থেকে তথ্য সঠিক কি না তা যাচাই করা যেতে পারে। একাডেমিকসহ নানা কাজেই আমরা উইকিপিডিয়ার সাহায্য নিয়ে থাকি। তবে পরবর্তী তথ্য সংরক্ষণের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে। এমন কি বিশ্বে বেশ কিছু দেশে উইকিপিডিয়াকে নিষিধ করা হয়েছে। 
Read Entire Article